ব্যান্ডেজ কয় প্রকার ও কী কী?
Answers
Answered by
7
সাধারণত ব্যান্ডেজ তিনপ্রকার, যথাক্রমে - ১) ত্রিকোণ ব্যান্ডেজ, ২) রোলার ব্যান্ডেজ, ৩) টুর্ণিকেট ব্যান্ডেজ।
- ব্যান্ডেজ প্রাথমিক চিকিৎসা এবং সাধারন যেকোন রকমের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামগ্রী।
- ব্যান্ডেজ প্রধানত ব্যবহার করা হয় যেকোনো ক্ষতস্থানে বাঁধার জন্য যাতে সেই ক্ষতটি বাহ্যিক পরিবেশের সরাসরি যোগাযোগে না আসতে পারে এবং ইনফেকশনের ভয়ও দূর হয়।
- বর্তমান ক্ষেত্রে বিভিন্ন রকমের ব্যান্ডেজ পাওয়া গেলেও প্রধানত তিন রকমের ব্যান্ডেজে ব্যবহার করা হয়ে থাকে চিকিৎসাক্ষেত্রে। সেগুলি হলো, ১) ত্রিকোণ ব্যান্ডেজ, ২) রোলার ব্যান্ডেজ, ৩) টুর্ণিকেট ব্যান্ডেজ। এই সকল প্রকার ব্যান্ডেজেরও আবার আরও প্রকারভেদ রয়েছে যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।
- এছাড়াও অন্যান্য প্রকারের ব্যান্ডেজ হলো - ক্রেপ ব্যান্ডেজ, ইলাস্টিক ব্যান্ডেজ, এডহেসিভ ব্যান্ডেজ ইত্যাদি।
Similar questions
English,
1 month ago
Social Sciences,
1 month ago
Social Sciences,
1 month ago
Math,
3 months ago
Hindi,
3 months ago
English,
10 months ago
Biology,
10 months ago