রাজনীতির অর্থ নিরূপণ করাে।
অথবা, রাজনীতি বলতে কী বােঝায়?
Answers
Answer:
সমাজজীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাজনীতি। মানুষ যেদিন থেকে রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছে, সেদিন থেকে তার জীবনধারার অপরিহার্য বিষয় হয়ে উঠেছে রাজনীতি।
[1] রাজনীতি শব্দের উৎপত্তি: 'রাজনীতি' শব্দটির ইংরেজি প্রতিশব্দ পলিটিক্স। শব্দটি তিনটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত। এগুলি হল 'পােলিস' (Polis বা City State), পলিটি' (Polity বা Government) এবং পলিসিয়া (Politeia বা Constitution)। প্রাচীন গ্রিসে রাজনীতি বলতে নগররাষ্ট্র ও তার শাসনব্যবস্থার বস্তুগত ও দর্শনগত দিকগুলির অধ্যয়নকে বােঝাত।
[2] রাজনীতির সংকীর্ণ অর্থ: সাধারণভাবে রাজনীতি বলতে দলীয় রাজনীতি বা রাজনৈতিক দলগুলির ক্ষমতা দখলের লড়াই ও কৌশলকে বােঝায়। একে রাজনীতির সংকীর্ণ অর্থ বলা হয়। কেউ কেউ আবার ন্যায়নীতিবর্জিত উপায়ে ব্যক্তিগত সুযােগসুবিধা লাভ’কে রাজনীতি বলে অভিহিত করেন।
hope it's help you
Answer:
রাজনীতি শব্দের অর্থ হলো রাজ্য বা রাষ্ট্র পরিচালনার কৌশল