History, asked by samirkumar2572, 3 months ago

ফালটন বক্তৃতা প্রদান করেন কে​

Answers

Answered by purbasarma930
0

Answer:

1946 খ্রিস্টাব্দে 5 মার্চ বৃটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিল ফালটন বক্তৃতা দেন

Answered by barkinkar
1

১৯৪৭ খ্রিস্টাব্দে ৫ই মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ফালটন বক্তৃতা প্রদান করেন।

আরও তথ্য :

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে কমিউনিস্ট প্রভাব বৃদ্ধি পেলে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা কে সাবধান করার জন্য আমেরিকার মিসৌরি প্রদেশের ফালটনের ওয়েস্ট মিনিস্টার কলেজে ১৯৪৭ খ্রিস্টাব্দে ৫ই মার্চ তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যে বক্তৃতা দেন তা ফালটন বক্তৃতা নামে পরিচিত।

  • তাঁর সম্পূর্ণ নাম স্যার উইনস্টন লিওনার্ড স্পেন্সার চার্চিল।

  • তিনি 30 নভেম্বর, 1874 সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেস, জন্মগ্রহণ করেন।

  • তিনি একজন ব্রিটিশ রাজনীতিবিদ ছিলেন সেইসঙ্গে একজন সুবক্তা ও লেখক ছিলেন।

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশের জনগণকে একত্রিত করেন এবং নিজের দেশকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন।

  • 24 জানুয়ারী, 1965 সালে 90 বছর বয়সে ইংল্যান্ডের লন্ডন শহরে তাঁর মৃত্যু হয়।

#SPJ3

Similar questions