India Languages, asked by nepalchalak, 2 months ago

১০. গদ্যরূপ লেখাে :
১০.১ কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে।
ডা
১০.২ ‘সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে।
গুনি
১০.৩ ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হােক রত্নআকর;
বে
১০.৪ ‘শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা।
১০.৫ ‘শিখছি সে সব কৌতূহলে সন্দেহ নাই মাত্র।​

Answers

Answered by Manjula29
8

১)কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে-

=আমি বায়ু অর্থাৎ বাতাস এর কাছে কর্মী অর্থাৎ শ্রমিক হওয়ার মন্ত্র পাই।

২) সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে-

=সূর্য আমায় আপন অর্থাৎ নিজের তেজে জ্বলার মন্ত্রণা দেয়।

৩)ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্নআকর-

=সাগর তার ইঙ্গিতে আমাদের শেখায় যাতে আমাদের মন বা অন্তর যেন রত্নাআকর অর্থাৎ সমুদ্রের মত বিশাল হয় ।

৪) শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা-

=শ্যাম বনানী অর্থাৎ সবুজ বনলতা আমাদের সরস অর্থাৎ সজীব থাকার শিক্ষা দিল।

৫)শিখেছি সে সব কৌতুহলে সন্দেহ নাই মাত্র-

= কৌতুহলী হয়ে আমি যা কিছু বা যেসব শিখছি সেব্যাপারে কোন সন্দেহ এর অবকাশ নেই ।

Similar questions