Biology, asked by 98ruhul, 3 months ago

একটি শামুক কতদিন পর্যন্ত ঘুমাতে পারে?​

Answers

Answered by Anonymous
0

একটি শামুক সর্বোচ্চ প্রায় তিন বছর পর্যন্ত ঘুমাতে পারে

  • শামুক প্রজাতি কেবলমাত্র তাদের শ্লথ গতির জন্যই নয় তাদের দীর্ঘ ঘুমের সময়ের জন্যও বিখ্যাত।
  • পরীক্ষালব্ধ তথ্য থেকে জানা গেছে যে একেকটি শামুক সর্বোচ্চ প্রায় তিন বছর পর্যন্ত তাদের খোলসের ভেতর ঘুমাতে পারে।
  • এই ঘুমকে অবশ্য জীববিদ্যার ভাষায় হাইবারনেশন বলা হয়ে থাকে। হাইবারনেশনের সহিত শামুকদের মধ্যে এস্টিভেশন দেখা যায়।
Similar questions