সংস্কৃত সাহিত্যে মহাভারতের সামাজিক ও সাহিত্যিক প্রভাব আলােচনা করাে।
Answers
Answered by
0
সংস্কৃত সাহিত্যে মহাভারতের সামাজিক ও সাহিত্যিক প্রবন্ধ নিম্নরূপ -
- আমাদের দুই মহাকাব্য অর্থাৎ রামায়ণ ও মহাভারত বাদ দিয়ে আর কোন সংস্কৃত সাহিত্যই জনমানসে বিপুলভাবে প্রচলিত হতে পারেনি। এর এক কারণ হচ্ছে আমাদের দুই মহাকাব্যে ধার্মিক উল্লেখ থাকা।
- তবে, মহাভারত নামক মহাকাব্যটির সংস্কৃত সাহিত্যের প্রতি অবদান অনস্বীকার্য।
- মহাভারত থেকে আমরা জীবনশৈলী আধ্যাত্মিকতার বিপুল গ্রহণ করতে পারি, যার ফলে মহাভারত প্রবর্তনের সঙ্গে সঙ্গেই সামাজিক ক্ষেত্রে এক বিপুল পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে এ ক্ষেত্রে মহাভারতে দেয় বিশেষ অধ্যায় অর্থাৎ ভগবদ্গীতার অবদান উল্লেখযোগ্য।
- অন্যদিকে, সাহিত্য চর্চার ক্ষেত্রে ও মহাভারতের অনেক প্রভাব রয়েছে। মহাভারত প্রবর্তনের পর থেকেই মহাকাব্যের প্রচলন এবং গল্পের মাধ্যমে দর্শনশাস্ত্রকে পরিবেশন করার এক প্রথা দেখতে পাওয়া যায়।
Similar questions