গুরু।।।। রবীন্দ্রনাথ ঠাকুর
Answers
Answer:
change language in hindi & english
নাটক পরিচিতি - রবীন্দ্রনাথের নাটকের সঙ্গে অন্যান্য নাটকের পার্থক্য এই যে রবীন্দ্রনাথের নাটকে কোনো একটি মানবিক সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা থাকে। অনেক রবীন্দ্রনাটকই তত্বমূলক। তেমনি একটি নাটক হলো 'অচলায়তন'। এই নাটকের মূলভাব হলো প্রথার সঙ্গে প্রাণের দ্বন্দ্ব। এই অচলায়তন নাটকেরই সংক্ষিপ্ত এবং অভিনয়যোগ্য সংস্করন হলো 'গুরু' নাটক।
কাহিনী - নাটকের কাহিনীর কেন্দ্রবিন্দুতে আছে অচলায়তন নামের একটি বিদ্যালয়। বিদ্যালয়কে বিদ্যায়তনও বলা হয়। কিন্তু এই বিদ্যালয়ের নাম অচলায়তন। নামেই লুকিয়ে আছে এর রহস্য। এই বিদ্যালয়ের প্রধান অর্থাৎ আচার্য অদীনপুণ্য, উপাধ্যায়, অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মী এবং ছাত্ররা সকলেই একসাথে থাকে। ঠিক যেন এখনকার আশ্রমিক বিদ্যালয়। আচলায়তনের ছাত্র শিক্ষক সকলে বাইরের জগৎ থেকে নিজেদের দূরে রেখেছে। বাইরে উঁচু প্রাচীর ও সমস্ত জানলা দরজা বন্ধ যাতে বাইরের হওয়া পর্যন্ত ভিতরে প্রবেশ করতে না পারে। কঠিন নিয়মে সকলের জীবন বাঁধা। পান থেকে চুন খসলেই অর্থাৎ সামান্যতম ভুল করলেই শাস্তি। এত নিয়মের ভিড়ে মানুষগুলো যেন যন্ত্রে পরিণত হয়েছে। দুজন মানুষ ছাড়া প্রায় সকলেই এই নিয়মের শৃঙ্খলা মেনে সুখে আছে। একজন হলো এখানকার বয়স্ক ছাত্র পঞ্চক আরেকজন হল স্বয়ং আচার্য অদীনপুণ্য। এমনই সময়ঘটল সেই ঘটনা। সুভদ্র নামের এক ছাত্র জানলা খুলে বাইরের প্রকৃতি দেখে ফেলল যা অচলায়তনের নিয়মে অত্যন্ত পাপ। সবাই চায় সুভদ্রের প্রায়শ্চিত্ত হোক কিন্তু পঞ্চক আর আচার্য বাধা দেন। মহাপঞ্চকের নেতৃত্বে অচলায়তনের বাকি সদস্যরা পঞ্চক আর আচার্যকে অচলায়তনের বাইরে করে দেয়। এরকম সঙ্কটময় পরিস্থিতি তে সেখানে গুরুর আবির্ভাব ঘটে।
এই নাটকে গুরুর তিনরকম রূপ রয়েছে- গুরু, গোঁসাই ঠাকুর এবং দাদাঠাকুর। আক্ষরিক অর্থে গুরু হলেন এই অচলায়তনের প্রধান, এমনকি আচার্যেরও গুরু। তার নির্দেশে এবং তারই আদর্শে এই বিদ্যালয় চালিত হয়। আর গভীরতর অর্থে তিনি হলেন প্রাণের নেতা, প্রাণের অধিনায়ক , পরম পুরুষ। যাই হোক সুভদ্রকে কেন্দ্র করে অচলায়তনে যে লড়াই শুরু হয়েছিল - প্রাণের সঙ্গে প্রথার লড়াই, গুরু আসার পর তার অবসান ঘটে। আচলায়তনের প্রাচীর ভেঙে দিয়ে গুরু সেখানে প্রাণের প্রতিষ্ঠা করেন।