"হারিয়ে যাওয়া কালি কলম "-এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত?
Answers
Answered by
3
Answer:
hi .
তুমি কোথায়।থাকো
Explanation:
follow
me
Answered by
0
"হারিয়ে যাওয়া কালি কলম "-এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম হলো আড়াই হাজার পাউন্ড।
উপরোক্ত উত্তরটিকে সঠিকভাবে বোঝার জন্য, আমাদের সম্পর্কিত প্রবন্ধটি সম্পর্কে আরও তথ্য জানতে হবে।
প্রবন্ধ এবং প্রাবন্ধিক :
- উক্ত প্রশ্নটি প্রাবন্ধিক শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালি কলম নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
- প্রসঙ্গত উল্লেখ্য যে প্রাবন্ধিক নিখিল সরকার-এর ছদ্মনাম হলো শ্রীপান্থ।
উত্তরের পূর্ণাঙ্গ ব্যাখ্যা :
- প্রবন্ধের নামানুসারেই প্রবন্ধটির বিষয়বস্তু। এই প্রবন্ধে প্রাবন্ধিক সত্যই কালি ও কলমের বিষয়ে স্মৃতিচারণ করেছেন। এর সাথে উঠে এসেছে বিভিন্ন ঐতিহাসিক আখ্যান তথা বর্তমান সময়ের কালি ও কলমের বিষয়ক কিছু আলোচনা।
- আগেই বলা হয়েছে যে, প্রবন্ধে উঠে এসেছে বিভিন্ন কলমের কথা। কিন্তু সবচেয়ে দামী যে কলমের কথা বলা হয়েছে প্রবন্ধটিতে তার আকাশছোঁয়া মূল্য হলো প্রায় আড়াই হাজার পাউন্ড।
অতএব, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে "হারিয়ে যাওয়া কালি কলম "-এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম হলো আড়াই হাজার পাউন্ড।
Similar questions