India Languages, asked by aquaworld834, 2 months ago

আমি কবি যত কামারের আরাসারির আর
ছুতােরের মুটে মজুরের,
—আমি কবি যত ইতরের।
আমি কবি ভাইকর্মের আর ঘর্মের;
বিলাস-বিবশ মর্মের যত স্বপ্নের তরে ভাই,
সময় যেহায় নাই।
মাটি মাগে ভাই হলের আঘাত
সাগরমাগিছেহাল,
পাতালপুরীর বন্দিনী ধাতু,
মানুষের লাগি কঁদিয়া কাটায় কাল।
দুরন্ত নদী সেতুবন্ধনে বাঁধা যে পড়িতে চায়,
নেহারি আলসেনিখিল মাধুরী
সময় যেনাহিহায়!
মাটির বাসনা পুরাতে ঘুরাই
কুম্ভকারের পাখা,
আকাশের ডাকে গড়ি আর মেলি
দুঃসাহসের চাকা,
অভ্রংলিহমিনার-দম্ভ ভুলি,
ধরণীর গৃঢ় আশায় দেখাই উদ্ধৃত অঙুলি!
আমি কবি ভাই কামারের আরাসারির আর
ছুতােরের, মুটে মজুরের,
—আমি কবি যত ইতরের।
SAHITYA PRAVA PAR
ভা/ সপ্তম ভাগ​

Answers

Answered by saptadeep12
0

Answer:

খুব ভালো লাগলো।

Explanation:

হৃদয় ছুঁয়ে গেল।

Similar questions