খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন?
Answers
Answered by
8
খনিজ তেলকে তরল সোনা বলা হয় কারণ -
- আমরা জানি যে সোনা একটি অতীব মূল্যবান ধাতু, এবং এর বাজার চাহিদাও গগনচুম্বী।
- সোনার মতনই খনিজ তেলের বাজার চাহিদাও আকাশছোঁয়া, কারণ বর্তমানের যন্ত্রনির্ভর সভ্যতায় ব্যবহৃত প্রধান জ্বালানি হচ্ছে এই খনিজ তেল। প্রত্যেকটি উন্নত দেশে খুব স্বাভাবিকভাবেই এই খনিজতেলের চাহিদা প্রচুর।
- সোনার মতন উচ্চমানের বাজার চাহিদা তথা উচ্চমানের ব্যাবসায়িক মূল্যের জন্যই, খনিজতেলকে অনেক সময় সোনার সাথে তুলনা করা হয়।
- এখন যেহেতু খনিজ তেল তরল অবস্থায় পাওয়া যায় সেইজন্য এটিকে সামগ্রিকভাবে "তরল সোনা" বলে অভিহিত করা হয়ে থাকে।
Similar questions