History, asked by wwwshrabanisaha7494, 5 months ago

বস্নব মতে পঞ্চোরস কি . উদ্ধতসহ পঞ্চরস এর ব্যাখ্যা​

Answers

Answered by Swarup1998
3

বৈষ্ণব মতে পঞ্চরস হল শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্যরস এবং মধুররস

ব্যাখ্যা:

শান্তরস --- ভগবান শ্রীকৃষ্ণকে সর্ব্বৈশ্বর্য্যশালী নিত্যবস্তুরূপে জেনে তাঁর চরণে নিজেকে আত্মনিয়োজিত করাই হল শান্তরস। -

কত চতুরানন মরি মরি যাওয়ত নহি তুয় আদি অবসানা।

তোহে জনমি পুন তোহে সমাওয়ত সায়রলহরসমানা।।

দাস্যরস --- ভগবান শ্রীকৃষ্ণকে প্রভুজ্ঞানে দাসের ন্যায় সেবা করাই হল দাস্যরসের মূল বিষয়বস্তু। -

তু মেরে হৃদয়কে রাজা।

সখ্যরস --- 'সখ্য' শব্দের আক্ষরিক অর্থ 'মিত্রতা'। অর্থাৎ এই রসে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের সঙ্গে মিত্রভাবে অবস্থান করেন। -

সব সখা মিলি করিয়া মণ্ডলী ভোজন করয়ে সুখে।

ভাল ভাল ক'য়ে মুখ হ'তে ল'য়ে সভে দেয় কানুমুখে।

বাৎসল্যরস --- বাৎসল্যরসে ভগবান শ্রীকৃষ্ণ সন্তান এবং ভক্ত তাঁর মাতা অথবা পিতার ভূমিকা পালন করেন। -

বিপিনে গমন দেখি হয়ে সকরুণ আঁখি

কান্দিতে কান্দিতে নন্দরানী।।

গোপালেরে কোলে লইয়া প্রতি অঙ্গে হাত দিয়া।

রক্ষামন্ত্র পড়য়ে আপনি।।

মধুররস --- এই রসে ভগবান শ্রীকৃষ্ণ কান্ত এবং ভক্ত কান্তা। মধুররস মূলত উপরোক্ত চারটি রস এবং কান্তভাবের সম্মিলিত প্রকাশ। -

গুরু-গরবিতমাঝে রহি সখীসঙ্গে।

পুলকে পূরয়ে তনু শ্যামপরসঙ্গে।।

পুলক ঢাকিতে কত করি পরকার।

নয়নের ধারা মম বহে আনিবার।।

Similar questions