|| একটি শ্রেণির ৪২ জন শিশুর গড় বয়স ১১ বছর। তাহলে তাদের বয়সের সমষ্টি কত?
Answers
Answer:
দেওয়া আছে, 42 জন শিশু এবং গড় বয়স 11 বছর।
আমরা জানি গড়= গণসংখ্যার সমষ্টি ÷ গণসংখ্যা
অতএব, গণসংখ্যা সমষ্টি = গড় × গণসংখ্যা
অতএব, ১১×৪২=৪৬২
তাহলে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 462।
Answer:
তাই, সমষ্টি হল 462।
Explanation:
সমস্ত শিশুদের বয়সের মানের সমানতা হল ১১ বছর।
সুতরাং, তাদের সমষ্টি হলঃ
42 x 11 = 462 বছর।
তাই, সমষ্টি হল 462।
(গ) দুশো বছর
'পাগলা গণেশ' গল্পে গণেশের বয়স দুশো বছর।
অতিরিক্ত বিষয় :
বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত 'পাগলা গণেশ' একটি কল্পবিজ্ঞানের কাহিনি।
এই গল্পের মূল চরিত্র পাগলা গণেশ, যার বয়স দুশো বছর, পৃথিবীর মানুষদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী চিন্তাভাবনা সম্পন্ন।
সে মনে করে, পৃথিবীতে বিজ্ঞানের পাশাপাশি শিল্প-সংগীত-সাহিত্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করে না। তাই সে আশ্রয় নিয়েছে হিমালয়ের একটা গিরিগুহায়।
To learn more about similar question visit:
https://brainly.in/question/39451645?referrer=searchResults
https://brainly.in/question/47877858?referrer=searchResults
#SPJ3