India Languages, asked by wwwsantanumondal, 2 months ago

বর্ণ বিশ্লেষণ করাে : গিন্নি, আঁচল, নিমন্ত্রণ, কোর্মা, রঙিন

Answers

Answered by Swarup1998
2

বর্ণ : কতকগুলি চিহ্নের সমষ্টিই হল বর্ণ। যেমন - অ, আ, ক, খ, ইত্যাদি।

বর্ণ বিশ্লেষণ : একটি শব্দ যে যে বর্ণ দ্বারা গঠিত সেগুলির ধ্বনিগত বিশ্লেষণ করাই হল বর্ণ বিশ্লেষণ।

  • গিন্নি = গ্ + ই + ন্ + ন্ + ই

  • আঁচল = আ + ন্ + চ্ + অ + ল্ (এই ক্ষেত্রে চন্দ্রবিন্দুকে উহ্যও রাখা যেতে পারে)

  • নিমন্ত্রণ = ন্ + ই + ম্ + অ + ন্ + ত্ + র্ + অ + ণ্

  • কোর্মা = ক্ + ও + র্ + ম্ + আ

  • রঙিন = র্ + অ + ঙ্ + ই + ন্

মনে রাখার বিষয় : যখন কোনও শব্দের উচ্চারণের শেষে ব্যঞ্জনধ্বনি চলে আসে, তখন ওই বর্ণের নীচে হসন্ত (অ্) চিহ্ন দিতেই হবে।

Answered by patratamose
1

Answer:

jungle

born vishleshan Bengali

Similar questions