History, asked by laskmanart, 3 months ago

শাহজাহানের মধ্য-এশিয়া নীতি ব্যাখ্যা করো।​

Answers

Answered by dreamrob
1

শাহজাহানের মধ্য এশীয় নীতির সম্পর্কে নিচে আলোচনা করা‌ হলো:-

  • ভূমিকা:- সাম্রাজ্যবাদী শাসক হিসেবে শাহজাহান (১৬২৮-১৬৫৬) খ্রিঃ) মুঘল সাম্রাজ্যের আয়তন বৃদ্ধিতে সচেষ্ট হন। তাঁর মধ্য এশীয় নীতি অনুসর করলে তা বোঝা যায়।

  • মধ্য এশীয় নীতি:- বদখশান ও বাল্‌ল্খ (১৬৪৬-৪৭ খ্রিঃ) : তৈমুরবংশীয় নায়কেরা মধ্য এশিয়াস বিস্তীর্ণ ভূভাগ শাসন করতেন। শাহজাহানের আন্তরিক ইচ্ছে ছিল তাঁ পূর্বপুরুষদের অধিকৃত মধ্য এশিয়ার অঞ্চল সমূহ নিজ সাম্রাজ্যভুক্ত করবেন। বাদশাহী দরবারের ঐতিহাসিক আবদুল হাসিদ লাহোরীর মতে শাহজাহান বাল উন্ন ও বাদশান বা দেশান অঞ্চল জয় করে বাবরের পিতৃভূমি সমরখন্দ অধিকার নি করতে আগ্রহী ছিলেন।
  • সমরখন্দ ছিল তৈমুরের রাজধানী। হুমায়ূন, আকবর ও থান জাহাঙ্গীর মধ্য এশিয়ার ঐ সকল অঞ্চল জয়ের স্বপ্ন দেখেছিলেন কিন্তু তাঁদের সেই নজ স্বপ্ন সফল হয়নি। অবশ্য শাহজাহান তাঁর এই অভিযানের অজুহাত প্রসঙ্গে কাবুলে দে উজবেগী উপজাতির আক্রমনকে ব্যবহার করেন। অবশ্য ডঃ ঈশ্বরী প্রসাদ না শাহজাহানের মধ্য এশিয়া অভিযানকে সাম্রাজ্যবাদী মনোভাব ও ভাবাবেগ প্রসূত যো বলে বর্ণনা করেছেন।
  • বোখারা ও বাখের শাসনকর্তা। নজর মহম্মদের স্বৈরাচারী শাসনের ফলে তাঁর বিরুদ্ধে উজবেগী সর্দাররা বিদ্রোহ করে (১৬৪৫-৪৬ খ্রীঃ) বিদ্রোহীদের মধ্যে নজরের ছেলে আবদুল আজিজও ছিল।
  • এই বিদ্রোহ দমনের উদ্দেশ্যে নজর মহম্মদ শাহজাহানের সাহায্য প্রার্থনা করেন। পঞ্চাশ হাজার অশ্বারোহী এবং দশহাজার পদাতিক বাহিনী সহ শাহজাহান তাঁর কনিষ্ঠ পুত্র মুরাদকে মধ্য এশিয়ায় মোগল পতাকা ওড়াবার জন্যে পাঠালেন। তিনি বাদকশান ও বালখ অধিকার করলেন (১৬৪৬)। কিন্তু বিজিত অঞ্চলের উপর মোগল আধিপত্য সুসংহত করার পরিবর্তে আরামপ্রিয় মুরাদ মধ্য এশিয়ার অসুবিধাজনক আবহাওয়া এড়াবার জন্য ভারতবর্ষে ফিরে আসেন। ক্রুদ্ধ সম্রাট মুরাদকে দরবার থেকে নির্বাসিত করেন।
  • শাহজাহান মধ্য এশিয়ায় দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে উদ্ধার লাভের জন্য মুরাদের স্থলে ঔরঙ্গজেবকে পাঠালেন (১৬৪৭)। উজবেগ সৈন্যরা সংখ্যায় ছিল বেশী এবং তাদের বিশিষ্ট যুদ্ধরীতি (Cossack tactics) মোগলদের শক্তিক্ষয়

  • ফলাফল:- শাহজাহানের মধ্য এশিয়া নীতি ছিল তাঁর সাম্রাজ্যবাদের শেষ হংস সংগীত। এই অভিযান ছিল শাহজাহানের অপরিনামদর্শিতার ফল। স্যার যদুনাথ সরকার বলেছেন যে, দরবারে স্তারকদের কথায় সম্রাট রাজনৈতিক বিজ্ঞতা ভুলে এই অপরিনামদর্শী অভিযানের গহ্বরে ঝাঁপিয়ে পড়েন। এই অভিযানের ফলে

(১) প্রচুর প্রাণ, সম্পদ ও অর্থ বিনষ্ট হয়। দু-বছরে চার কোটি টাকা ব্যয় হয় কিন্তু বিজিত অঞ্চল থেকে পাওয়া রাজস্বের পরিমান ছিল মাত্র ২২২ লক্ষ টাকা।

(২) সম্রাট ও সাম্রাজ্যের সুনাম ও মর্যাদা নষ্ট হয়।

(৩) এক ইঞ্চি জমিও দখল করা যায় নি, স্থানীয় রাজবংশের কোন পরিবর্তন হয়নি এবং বালখের সিংহাসনে শত্রুর পরিবর্তে মিত্রকে বসান যায় নি।

এই ছিলো শাহজাহানের মধ্য এশীয় নীতি

#SPJ2

Similar questions