Biology, asked by mandaldip276, 24 days ago



১. ‘আজ বারুণী। ‘বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য ‘কোনি’ উপন্যাসে কীভাবে ফুটে উঠেছে?​

Answers

Answered by msuranjana842
31

উদ্ধৃত অংশটি মতি নন্দী রচিত 'কোনি' উপন্যাস থেকে গৃহীত হয়েছে ৷

গঙ্গাঘাটের দৃশ্যঃ -বারুণী উৎসবে মাতোয়ারা মানুষের মধ্যে বয়স্কদের ভিড় ছিল বেশি ৷তারা কাঁচা আম মাথায় নিয়ে জলে ডুব দিয়ে উঠেই সেই আম দূরে জলে ছুড়ে দিচ্ছিলেন ৷আর সেগুলো কুড়োবার জন্য একদল ছেলেমেয়েদের হুড়োহুড়ি পড়ে গিয়েছিল ৷কারণ তারা ওই আম পরে কম দামে বাজারে বেচবে ৷সেদিন গঙ্গা ঘাটে ছিল ভাটা তাই স্নান করে কাদা মাড়িয়ে উঠে আসতে হচ্ছিল। কাদা পায়ে উঠে আসা পুণ্যার্থীদের মুখে ছিল তাই বিরক্তির ছাপ ৷ স্নান করে তারা ঘাটে বসে থাকা বামনদের কাছে যাচ্ছিল , যারা পয়সার বিনিময়ে জামাকাপড় রাখে, মাখার তেল দেয়, কপালে চন্দনের ছাপ দেয় ৷ পথের ধারে ভিখারিদের কেউ কেউ পয়সা দেয়। ঘাটের ধারের মন্দিরে দেবদেবী ও শিব লিঙ্গের মাথায় জল দিতে দিতে কাঠের , লোহার , প্লাসটিকের বিভিন্ন সামাগ্রীর দিকে কৌতুহলী দৃষ্টিতে দেখতে দেখতে তারা রোদে তেতে ওঠা পথ দিয়ে বাড়িতে রওনা করে ৷ কেউ কেউ পথে বাজার থেকে ওল , থোড় , কলম্বা লেবু কিনে নিয়ে যায় ৷

ঘাটের উপর একটা মাদুর পেতে শুয়ে দেহ মর্দন করতে থাকা বিশালাকায় বিষ্টু ধরকে দেখে ক্ষিতিশ সিংহ কৌতুক বোধ করেন ৷

Explanation:

make me brainliest and give me thanks.

stay well.

Similar questions