Physics, asked by kaberipal63, 3 months ago

ফিউজ তার এর ব্যবহার ?

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

ফিউজ ইলেক্ট্রনিক্স সার্কিট কে যেকোন সমস্যা বা হাই ভোল্টের কারণে সৃষ্ট সমস্যা হতে রক্ষা করতে পারে।

তাই ইলেক্ট্রনিক্স সার্কিটে ফিউজ ব্যবহার করা হয়।

যেমন- টিভি, ভোল্টেজ স্টেবিলাইজার, মোটর কম্পিউটারের পাওয়ার সেকশনের বিভিন্ন স্থানে বলতে গেলে ইলেক্ট্রনিক্সে বিভিন্ন ভাবে ফিউজ ব্যবহার করা হয়।

Similar questions