Political Science, asked by jeetsutradhar18, 3 months ago

রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে ঐতিহাসিক মতবাদ বা বিবর্তন ব্যাখ্যা করাে।​

Answers

Answered by itzPapaKaHelicopter
4

\huge\mathfrak\green{উত্তর}

রাষ্ট্রটি উন্নয়নের ফলাফল, এবং রাষ্ট্রের উত্সটি .তিহাসিক তিহাসিক বা বিবর্তনীয় তত্ত্ব দ্বারা সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই তত্ত্ব অনুসারে, দীর্ঘ সময়ের জন্য রাজ্যের বিকাশ এটি বর্তমান জাতীয় রাষ্ট্রের রূপ অর্জন করেছে এবং আদিম সমাজ থেকে ক্রমান্বয়ে বিকাশ করছে।

 \\  \\ \sf \colorbox{gold} {\red(ANSWER ᵇʸ ⁿᵃʷᵃᵇ⁰⁰⁰⁸} \\  and\\ \sf \colorbox{lightgreen} {\red❤ANSWER ᵇʸ ᶠˡⁱʳᵗʸ ᵇᵒʸ}

Answered by Rohitsamanta150
3

Answer:

চুক্তিবাদী রাষ্ট্রতান্ত্রিক: টমাস হবস, জন লক এবং জ্যা জ্যাক রুশাে তিনজনই একমত যে, চুক্তির মাধ্যমেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। অর্থাৎ তিনজনই চুক্তিবাদী।

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে প্রচলিত কাল্পনিক মতবাদগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ও আলােচিত মতবাদ হল সামাজিক চুক্তি মতবাদ।

মূল বক্তব্য: সুদূর অতীতে মানবসমাজে রাষ্ট্র ও সরকারের কোনাে অস্তিত্ব ছিল না। সেসময় মানুষের মধ্যে কোনো রাজনৈতিক চেতনাও সৃষ্টি হয়নি। রাষ্ট্রহীন সেই অবস্থাকে প্রাকৃতিক অবস্থা বা 'State of Nature' বলে অভিহিত করা হয়। চুক্তিবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কয়েকজনের মতে, প্রাকৃতিক অবস্থায় সমাজের সৃষ্ট হয়নি। এই অবস্থা ছিল 'Pre-Social' বা প্রাকসামাজিক চুক্তিবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের অন্য একদল মনে করেন, এই অবস্থায় সমাজের অস্তিত্ব থাকলেও রাষ্ট্রের কোনাে অস্তিত্ব ছিল না৷ একে তাঁরা প্রাকৃরাষ্ট্রীয় বা Pre-State বলে আখ্যায়িত করেন। যাই হােক, এই প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবনযাপন প্রাকৃতিক আইন দ্বারাই নিয়ন্ত্রিত হত। ক্রমশ প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন দুর্বিষহ এবং অসহনীয় হয়ে ওঠে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আদিম মানুষ স্বেচ্ছায় পারস্পরিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গড়ে তােলে।

Similar questions