Physics, asked by ARNBDEYHCK, 3 months ago

মিথেন হাইড্রেডের ব্যাবহার

Answers

Answered by aarusharma094
1

Answer:

গভীর সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে একটি জাহাজ৷ নীল পানির তরঙ্গ কেটে জাহাজটি চলেছে নিউজিল্যান্ডের সমুদ্রসীমার মধ্য দিয়ে৷ জাহাজে রয়েছেন জার্মান গবেষকরা যাদের অন্যতম বিজ্ঞানী ইয়র্গ বিয়ালাস৷ এই অভিযানের উদ্দেশ্য নিয়ে বিজ্ঞানী বিয়ালাস বললেন, ‘‘আমরা গ্যাস হাইড্রেট খুঁজে বের করতে যাচ্ছি৷ এটা হচ্ছে জমাট বাধা বরফের টুকরোর মত যেটা আসলে মিথেন গ্যাস৷ এই গ্যাস হাইড্রেট ভবিষ্যতে জ্বালানির উৎস হয়ে উঠতে পারে৷ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা সত্যিই বেশ আশ্চর্যের ব্যাপার যে কীভাবে এই গ্যাস হাইড্রেট তৈরি হয় এবং কীভাবে এর মধ্যে থাকা উপাদানগুলোতে নানা ধরণের পরিবর্তন আসে৷''

মিথেন হাইড্রেট

গ্যাস হাইড্রেট মূলত জমা থাকে সমুদ্রের তলদেশে এবং নিউজিল্যান্ডের উপকূলে এই ধরণের গ্যাস হাইড্রেটের অস্তিত্ব রয়েছে৷ সেটা খুঁজে বের করতে চান ইয়র্গ বিয়ালাসের নেতৃত্বে বিজ্ঞানীদের দল৷ সঙ্গে থাকা এক টুকরো গ্যাস হাইড্রেট নিয়ে পরীক্ষাগারে গবেষণায় ব্যস্ত ইয়র্গ বিয়ালাস৷ তিনি বললেন, ‘‘মিথেন হাইড্রেট হচ্ছে জমে থাকা প্রাকৃতিক গ্যাস৷ এটা মনে করা হয় যে জমে থাকা তেল, কয়লার চেয়ে জমে থাকা মিথেন হাইড্রেটের মধ্যে জ্বালানি শক্তি অনেক বেশি জমা থাকে৷ সত্যি বলতে কি, এটাই যে ভবিষ্যতে জ্বালানি হয়ে উঠবে, তা নয়৷ তবে এটি কার্বন গ্যাসের পরিবর্তে বিকল্প জ্বালানির সঙ্গে যোগসূত্র তৈরি করতে পারে৷''

Similar questions