Hindi, asked by farzanakhatoon13414, 3 months ago

নিচের গল্পটি পরে প্রশ্নের উত্তর দাও :--

বীরসিংহ হেকে কলকাতা |পথ খুব কম নয় |সিয়াখালার কাছে সালিখার বাঁধা রাস্তায় উঠে ঈশ্বর লক্ষ্য করলো – পাথর |বাটন বাটা শীলের মতো একেকখানা পাথর |পথের পাশে মাঝে মাঝে এই পাথর কেন ?ঈশ্বর জিজ্ঞেস করলো -ওই শিলাগুলো কি ,বাবা ?

ঠাকুরদাস হেসে বললেন – ওগুলো শীল নয় |ওগুলোকে বলে মাইলস্টোন |

__মাইলস্টোন কি বাবা ?

--- মাইলস্টোন হলো একটি ইংরেজি কথা |এক মাইল আমদের আধক্রোশের সমান |আর স্টোন মানে পাথর |কলকাতা থেকে প্রত্যেক এক মাইল অন্তর ওরকম একেকখানা পাথর বসানো আছে|প্রত্যেক পাথরে লেখা আছে – কলকাতা থেকে ওখান পর্যন্ত কত মাইল পথ |কলকাতা থেকে এক মাইল দূরে যে পাথরখানা বসানো আছে ,তাতে ইংরেজিতে এক লেখা আছে |আর দ্যাখো ,এখানে লেখা আছে উনিশ |মানে কলকাতা এখন থেকে উনিশ মাইল |

• বাবার সঙ্গে ঈশ্বর কোথা থেকে কোথায় যাচ্ছিলেন ?(2)

• ঈশ্বর কোথায় পাথর লক্ষ করলেন ? (2)

• পাথরগুলো দেখতে কি রকম ? (2)

• কতটা দূরে দূরে পাথর বসানো আছে ? (2)

• সংখ্যা লেখা পাথর দিয়ে কি বোঝানো হয় ?​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

1- বাবার সঙ্গে ঈশ্বর বীরসিংহ হেকে কলকাতা যাচ্ছিলেন।

2- কলকাতা যাওয়ার পথে, সিয়াখালার কাছে সালিখার বাঁধা রাস্তায় উঠে ঈশ্বর পাথর লক্ষ্য করলো।

3- পাথরগুলো বাটন বাটা শীলের মতো দেখতে ছিল।

4- প্রত্যেক এক মাইল অন্তর একেকখানা পাথর বসানো আছে|

5- সংখ্যা লেখা পাথর দিয়ে গন্তব্য কত দূরে সেটি বোঝানো হয়।

Similar questions