Environmental Sciences, asked by khatunm09173, 3 months ago

জীব বৈচিত্র বলতে কী বোঝায়? ভারতের জীব বৈচিত্র হটস্পট সম্পর্কে আলোচনা করো?জীব বৈচিত্র হটস্পট সংরক্ষণের পদ্ধতি গুলি আলোচনা করো?​

Answers

Answered by saksham002748
2

Answer:

ধারনাটির উপস্থাপনা করেন ১৯৮৮ ব্রিটিশ বাস্তুবিদ নরম্যান মায়ার । পৃথিবীর যে সব স্থানীয় উচ্চ জীববৈচিত্র্য সম্পন্ন অঞ্চল রয়েছে এবং এই স্থানিক বৈশিষ্ট্যের জন্য সে সব প্রজাতির বিলুপ্ত হবার সম্ভাবনা রয়েছে প্রবল, সেই সব অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে উষ্ণবিন্দু শব্দটি ব্যবহৃত করা হয়েছে। জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলতে সেই সব অঞ্চলকে বোঝায়, যেখানে মোট প্রজাতির একটি বড়ো অংশের স্থানিকতা অর্থাৎ একমাত্র সেই অঞ্চলে বিদ্যমান।

Similar questions