কালি কলমের প্রতি ভালােবাসা হারিয়ে যাওয়া কালিকলম’ প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলােচনা করাে।
Answers
Answer:
শ্রীপান্থ ‘কালি-খেকো’ কলমের ভক্ত হলেও যুগ পরিবর্তনে বিল-পেনের কাছে আত্মসমর্পণ করেছেন। লেখক প্রবন্ধে জীবনের প্রথম ফাউন্টেন পেন কেনার স্মৃতিচারণ করেছেন। সস্তায় কেনা জাপানি পাইলট পেনটিকে তার মনে হয়েছিল জাদুকলম। প্রযুক্তির উন্নতিতে কলমের বিকল্প কম্পিউটার ক্রমশ অপরিহার্য হয়ে উঠলে কালি, কলম ক্রমশ হারিয়ে যেতে থাকে। তখন প্রাবন্ধিক বিপন্ন বােধ করেন। এইভাবে লেখক কলমের প্রতি তার দুর্বলতা ও একাত্মতা প্রকাশ করেছেন।
Explanation:
শ্রীপান্থ তার ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে তথ্যনিষ্ঠভাবে কলমের বিবর্তনের ইতিহাস তুলে ধরেছেন।কলমের বিবর্তনের ইতিহাস : জিশু খ্রিস্টের জন্মের আগে প্রাচীন মিশরে নীলনদের তীরে নলখাগড়া ভেঙে নিয়ে সেটিকে ভোঁতা করে তুলি ও সুচালাে করে কলম বানিয়ে লেখা হত। ফিনিসীয়দের কলম ছিল বনপ্রান্ত থেকে কুড়িয়ে পাওয়া হাড় এবং রােমানদের ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস ছিল তাদের লেখনী। চিনারা তুলি দিয়ে লেখালেখি করত। বাংলায় একসময় বাঁশের কঞ্চির কলম, খাগের কলম, পাখির পালকের কলম প্রচলিত ছিল। প্রাবন্ধিকের প্রথম লেখা শুরু বাঁশের কলম দিয়ে। কিন্তু বর্তমানে এইসব কলম অচল। সরস্বতী পুজোয় এখন খাগের কলম সাজিয়ে রাখা হয়। পালকের কলমও এখন কেবল পুরােনাে দিনের তৈলচিত্র কিংবা ফোটোগ্রাফে দেখা যায়। যুগ পরিবর্তনের সঙ্গে লেখার সামগ্রী হিসেবে ফাউন্টেন পেন কলমের জগতে বিপ্লব আনে। লুইস অ্যাডসন ওয়াটারম্যান এই পেনের আবিষ্কর্তা। ফাউন্টেন পেন’-এর বাংলা নামকরণ ঝরনা কলম করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কলমের ব্যবহার বৃদ্ধির সঙ্গে নানা জাতের, নানা দামের ফাউন্টেন পেন বাজারে আসে। এর মধ্যে পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সােয়ান, পাইলট উল্লেখযােগ্য। এইসব ফাউন্টেন পেনও যুগের সঙ্গে পরিবর্তিত হয়ে যায় বল পেন বা ডট পেনে। বর্তমানে আধুনিক প্রযুক্তিবিদ্যার যুগে এই কলমগুলির বিকল্প হয়ে উঠেছে কম্পিউটার।
For more such information:https://brainly.in/question/43573958?
#SPJ1