Biology, asked by aarushdey928, 6 days ago

স্কেচ ও স্টাডির মধ্যে পার্থক্য কি ?​

Answers

Answered by suklasingha799
0

Explanation:

যেটা আমরা মনের মধ্য গড়ে তোলার কলনার ক্ষমতা

Answered by KailashHarjo
0

স্কেচ ও স্টাডির মধ্যে পার্থক্য

  • একটি স্কেচ হচ্ছে তাৎক্ষণিক কোনো মুহূর্তের ছবি তুলে ধরা ; যাতে তাকে অনুসরণ করে পরে আরো ভালো মতো সেই বিষয় এ চিন্তন এবং চর্চা করা যায়
  • স্টাডি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিষয় বস্তুর উপর সমস্ত রকম ভাবে একটু বুঝে দেখা ; এবং যত গভীর এ গিয়ে অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করা ; যাতে করে পরে এই বিষয় নিয়ে কেউ পড়তে গিয়ে বা গবেষণা করতে গিয়ে তথ্য গুলোকে কাজে লাগাতে পারে
  • উদাহরণ স্বরূপ আমরা মনে করতে পারি ; একটা জঙ্গল এ কোনো শিল্পী গেছেন এবং তার সামনে একটি সিংহ শিকার করছে এবং বহু চেষ্টার পরে সেই সিংহটি শিকার ধরে বসেছে সেই তৎক্ষণিক মুহূর্তের ছবি শিল্পী তার ক্যানভাস এ তুলে ধরলেন
  • কিন্তু যখন সেটা স্টাডি করতে হবে বৈজ্ঞানিক ভিত্তিতে যে কত দূরে গিয়ে কতটা গতিবেগ এ শিকার করলো সিংহ টি ঠিক কোন সময় সিংহ শিকার করতে পারে এরকম ধরণের সব তথ্য নথিভুক্ত করা এবং আরো গবেষণা করাই আসল।  

#SPJ3

Similar questions