World Languages, asked by sumayiasacgmailcom, 1 month ago

স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব

Answers

Answered by afiajahanmahia34
10

Answer:

বই হলো জ্ঞানের প্রতীক ।বই মানুষের মনকে জ্ঞানের আলোয় আলোকিত করে, তার মনের সমস্ত অজ্ঞতা দূর করে। মানুষের শ্রেষ্ঠ বন্ধু বই।বই পড়ার অভ্যাস মানুষকে স্বশিক্ষিত করে তোলে। শিক্ষা মানুষের আত্মিক ও মানসিক বিকাশ সাধন করে। শিক্ষা হচ্ছে আনন্দের মধ্যে দিয়ে প্রাপ্ত জ্ঞান।যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসরতা অর্জন করতে হয়।আর এ জন্য পাঠ‍্যাবাসের প্রয়োজন হয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভেতর থেকে মানুষ করে তোলা। একটি ভালো বই মানুষের জ্ঞান ও বুদ্ধিকে প্রকাশিত ও বিকাশিত করে।বইয়ের ভেতরে থাকা নতুন জগতের নতুন চিত্র নতুন ভাবে উপলব্ধি করা যায়। বই ই স

পারে একজন মানুষকে যথার্থ জ্ঞানী বানাতে। বই পড়ার মাধ্যমে মানুষ স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়।আর স্বশিক্ষিত ব‍্যক্তির মাধ্যমে জাতির কল্যাণ সাধিত হয়।

তাই বলা যায়, স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব অপরিসীম।

Similar questions