স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব
Answers
Answer:
বই হলো জ্ঞানের প্রতীক ।বই মানুষের মনকে জ্ঞানের আলোয় আলোকিত করে, তার মনের সমস্ত অজ্ঞতা দূর করে। মানুষের শ্রেষ্ঠ বন্ধু বই।বই পড়ার অভ্যাস মানুষকে স্বশিক্ষিত করে তোলে। শিক্ষা মানুষের আত্মিক ও মানসিক বিকাশ সাধন করে। শিক্ষা হচ্ছে আনন্দের মধ্যে দিয়ে প্রাপ্ত জ্ঞান।যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসরতা অর্জন করতে হয়।আর এ জন্য পাঠ্যাবাসের প্রয়োজন হয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভেতর থেকে মানুষ করে তোলা। একটি ভালো বই মানুষের জ্ঞান ও বুদ্ধিকে প্রকাশিত ও বিকাশিত করে।বইয়ের ভেতরে থাকা নতুন জগতের নতুন চিত্র নতুন ভাবে উপলব্ধি করা যায়। বই ই স
পারে একজন মানুষকে যথার্থ জ্ঞানী বানাতে। বই পড়ার মাধ্যমে মানুষ স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়।আর স্বশিক্ষিত ব্যক্তির মাধ্যমে জাতির কল্যাণ সাধিত হয়।
তাই বলা যায়, স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব অপরিসীম।