ইকো ফেমিনিজম’ নিয়ে কাজ করেছেন—
Answers
*Answer:-
প্রাচীনকাল থেকেই প্রকৃতি ও নারীর মধ্যে এক বিশেষ বন্ধুত্ব লক্ষ্য করা যায়। প্রকৃতির ওপর মানুষের নিপীড়নের সঙ্গে নারীর ওপর পুরুষতন্ত্রের আধিপত্য ও নিপীড়নের এক অদ্ভুত সামঞ্জস্য রয়েছে। একে ভিত্তি করেই এই ‘ইকো ফেমিনিজম’ বা ‘পরিবেশ নারীবাদ’ তত্ত্বটি গড়ে উঠেছে। ১৯৭০-৮০’র দুই দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সভা-সমিতির মাধ্যমে পরিবেশ নারীবাদের ধারণাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৪ সালে ফরাসি নারীবাদী লেখক ফ্রাসোয়াঁ দ্যুবন প্রথম ‘পরিবেশ নারীবাদ’ শব্দটি তাঁর ‘Le Féminisme ou la Mort’ (‘নারীবাদ নাকি মৃত্যু’) গ্রন্থে ব্যবহার করেন। ফ্রাসোয়াঁ দ্যুবন থেকে শুরু করে ক্যারেন ওয়ারেন, ভাল প্লামউড, মারে বুকচিন, জিম চেনি, বন্দনা শিবা, মারিয়া মাইজ প্রমুখ লেখক ইতিমধ্যেই এই তত্ত্বটি নিয়ে নিজেদের মন্তব্য রেখেছেন। তাদের প্রত্যেকের বক্তব্য ভিন্ন হলেও পিতৃততান্ত্রিক ব্যবস্থাই যে প্রকৃতি ও নারী উভয়ের নিপীড়ন ও শোষণের জন্য দায়ী তা বিশেষভাবে উল্লেখ্য।
Hope it helps you a lot.