৭) অব্যাপ্য হেতু দোষ ও চারি পদঘটিত দোষ কখন ঘটে ?
উদাহরণ-সহ ব্যাখ্যা করাে
Answers
Answer:
Aap question hindi translate karo
চারিপদ ঘটিত দোষ :- ন্যায় অনুমানের প্রথম নিয়মে বলা হয়েছে , প্রত্যেক ন্যায় অনুমানে তিনটি মাত্র পদ থাকবে তার বেশিও নয় বা কমও নয়। ন্যায় অনুমানে যে তিনটি পদ থাকে সেগুলি হল - 'পক্ষপদ' 'সাধ্যপদ' এবং 'হেতুপদ'।এই তিনটি পদের বেশি পদ যদি কোনাে ন্যায় অনুমানে থাকে , তাহলে ন্যায় অনুমানটিতে যে দোষ দেখা যায় , তাকে বলা হয় "চারিপদঘটিত দোষ " |
উদাহরণ ;- প্রধান আশ্রয় বাক্য L.F "A" :- মানুষ হয় পাপের স্রষ্টা।
অপ্রধান আশ্রয় বাক্য L.F "A"
:- ঈশ্বর হন মানুষের স্রষ্টা।
সিদ্ধান্ত L.F
"A" :- ঈশ্বর হন পাপের স্রষ্টা।
এক্ষেত্রে যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট। কেননা যুক্তিটিতে তিনটি পদের পরিবর্তে চারটি পদ আছে। সেগুলি হল - ১) ঈশ্বর ২) পাপের স্রষ্টা ৩) মানুষ এবং ৪) মানুষের স্রষ্টা। তাই যুক্তিটি অবৈধ এবং ভ্রান্ত।
অব্যাপ্য হেতুদোষ :- ন্যায় অনুমানের তৃতীয় নিয়মে বলা হয়েছে , হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। হেতুপদের কাজ হল পক্ষ ও সাধ্যপদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা। হেতুপদ যদি একবারও ব্যাপ্য না হয় , তাহলে কোনাে সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়। এই নিয়মটি লঙ্ঘন করলে অর্থাৎ হেতুপদটি যদি দুটি আশ্রয়বাক্যে একবারও ব্যাপ্য না হয় তাহলে অনুমানটিতে 'অব্যাপ্য হেতুদোষ' ঘটবে।
উদাহরণ ;- প্রধান আশ্রয় বাক্য L.F "A" :- সকল মানুষ হয় সৎ ব্যক্তি।
অপ্রধান আশ্রয় বাক্য L.F "A"
:- সকল কবি হয় সৎ ব্যক্তি।
সিদ্ধান্ত L.F
"A" :- সকল কবি হয় মানুষ।
এই অনুমানটি অবৈধ। কারন ,
এখানে "সৎ ব্যক্তি " হেতুপদটি উভয় আশ্রয়বাক্যে "A" বচনের বিধেয় হওয়া জন্য একবারও ব্যাপ্য হয়নি। কারন , "A" বচন কেবল উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। ফলে অনুমানটি "অব্যাপ্য হেতুদোষ " এ দুষ্ট।