Science, asked by sabbirsayed6251, 1 month ago

| আবুল সােনাগাজী গ্রামের একজন কৃষক। তার
নিজের জমি নেই। অন্যের জমিতে চাষ করে
জীবিকা নির্বাহ করে। আবুলের ছেলে রহমান
শহরে একটি পােশাক কারখানায় বউসহ কাজ
করে এবং একটি ছোট বাসায় বসবাস করে।
ক) সামাজিকীকরণ কী ?
খ) মাঝারি শিল্প বলতে কী বােঝ ?
গ) আবুলের সংস্কৃতির ধরন ব্যাখ্যা কর।
ঘ) আবুলের সংস্কৃতি ও রহমানের সংস্কৃতির
তুলনামূলক বিশ্লেষণ করাে।​

Answers

Answered by Anonymous
3

Explanation:

বরং এই জাপানি বিজ্ঞানী চাষাবাদের জন্য এমন একটি জিনিসের ওপর নির্ভর করেন, যেটি আসলে মানুষের বৃক্ক বা কিডনির চিকিৎসার জন্য ব্যবহার করা হতো- আর তা হছে পরিষ্কার এবং সহজ ভেদ্য পলিমারের ঝিল্লি।

ওই ঝিল্লির ওপরে উদ্ভিদ বড় হয়ে ওঠে, যা তরল এবং পুষ্টি মজুদ করে রাখে।

যেকোনো পরিবেশে সবজি গাছগুলোকে বড় হওয়ার সুযোগ দেয়ার পাশাপাশি, এই প্রযুক্তি প্রচলিত কৃষিকাজের তুলনায় ৯০ শতাংশ কম পানি ব্যবহার করে। সেই সঙ্গে কীটনাশকও ব্যবহার করতে হয় না- কারণ পলিমার নিজেই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্রবেশে বাধা সৃষ্টি করে।

Similar questions