১৯১; ২, ১৯৬৬, ১৯৭৫ সাল বাংলাদেশের
ইতিহাস বিনির্মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু
সময়। এর মাঝে কোন সালের ঘটনাপ্রবাহ
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অধিকতর
প্রেরণা যুগিয়েছিল বলে তুমি মনে কর?
যুক্তিই তােমার মতামত তুলে ধর।
Answers
Answer:
আজকের এই স্বাধীন বাংলাদেশ একদিনে হয় নি। বাংলা ভাষা আর স্বাধীনতার জন্য আমাদেরকে মূল্য দিতে হয়েছে।৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১'র মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদেরকে প্রান দিতে হয়েছে বাংলার জন্য।
১৯৫২,১৯৬৬,১৯৭০সালের তিনটি ঘটনাই বাংলাদেশের স্বাধীনতার পেছনে মন্ত্র হিসেবে কাজ করেছে। তবে আমি মনে করি ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য অধিকতর প্রেরণা যুগিয়েছিল। কারণ,১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। ১৯৫২সালের ভাষা আন্দোলনের পর পঞ্চাশের দশকব্যপী ছিল বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকতর প্রতিষ্ঠার প্রস্তুতিকাল এ আন্দোলন দেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। পাকিস্তানি শাসনপর্বে এটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে। নিজস্ব জাতিসত্ত্বার স্রিষ্টিতে ভাষা ও সংস্কৃতির সম্পর্ক এবং গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে।