English, asked by shyamkisku000, 3 months ago

৩."বৃত্ত "গল্পটি কার লেখা?
ক.নবনীতা দেবসেন থু, আশাপূর্ণা দেবী গ. মহাশ্বেতা দেবী ঘ. কামিনী দেবী।​

Answers

Answered by dualadmire
1

খ. আশাপূর্ণা দেবী

  • আশাপূর্ণা দেবী (৮ জানুয়ারি ১৯০৯ - ১২ জুলাই ১৯৯৫), এছাড়াও আশাপূর্ণা দেবী বা আশাপূর্ণা দেবি ছিলেন বাংলার একজন বিশিষ্ট ভারতীয় ঔপন্যাসিক ও কবি। ১৯৭৬ সালে জবলপুর, রবীন্দ্র ভারতী, বর্ধমান ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকে জ্ঞানপীঠ পুরস্কার ও পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার।
  • বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় ১৯৮৯ সালে তাকে দেশিকোট্টামা দিয়ে সম্মানিত করেছিল একজন ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক হিসেবে তার অবদানের জন্য সাহিত্য আকাদেমি তার সর্বোচ্চ সম্মান প্রদান করে

Similar questions