History, asked by kumkumsarkar3, 3 months ago

মহারাণীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল?​

Answers

Answered by baidyashowhadrika
20

Answer:

১) ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক কোন ব্যাপারেই সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবে না।

২) প্রত্যেক ভারতবাসী ধৰ্মীয় স্বাধীনতা ভোগ করবে।

৩) জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্যতাসম্পন্ন সকল ভারতবাসীই সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে।

৪) স্বত্ববিলোপ নীতি বিলোপ করা হয়।

৫) দেশীয় রাজন্যবর্গকে দত্তক গ্রহণের অনুমতি দেওয়া হয় ।

৬) সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয়।

৭) দেশীয় রাজ্যগুলিকে আশ্বস্ত করা হয় যে, কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত তাদের সব চুক্তি ও সন্ধিগুলিকে মেনে চলা হবে।

Answered by dolanag1985
5

Answer:

মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য হলো :

1)প্রত্যেক ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে ৷

2)স্বত্ববিলোপ নীতি পরিত্যক্ত হবে ৷

3)ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক কোনো ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না ৷

4)দেশীয় রাজারা দত্তকপুত্র গ্রহণ করতে পারবে না ৷

5)দেশীয় রাজ্যগুলি কে আশ্বস্ত করা হয় যে কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত তাদের সব চুক্তিও সন্ধি গুলোকে মেনে চলা হবে ৷

6)সরকার ভারতের রাজ্য বিস্তারের আগ্রহী হবে না ৷

7)জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্যতাসম্পন্ন সকল ভারতবাসীকে সরকার চাকরি তে নিযুক্ত করতে পারবে ৷

Similar questions