য,
নবণটি শুন্য বা
৬. দুটি বর্ণের পাঁচটি শব্দ লেখ যার প্রতি
উত্তর: কিনি, চিনি, লিখি, ছিপি এবং তিমি ।
/
?
বর্ণটির পাঁচটি ব্যবহার লেখ /
? অাঁক, খুঁজি, দাঁড়ি, ফোঁড়া এবং জুই ।
বাড়ি" সম্পর্কে তিনটি বাক্য কে
যার বাড়ি
গর।
Answers
Answer:
এক বিরাট জাহাজ। মহাসাগরের বুক চিরে নিজস্ব ছন্দে হেলতে দুলতে এগিয়ে চলছে। যাত্রীরা অনেকেই দাঁড়িয়ে রয়েছেন জাহাজের ডেকে। তাঁদের চোখ সাগর পানে। সামনে শুধুই জল আর জল। যেন তার কোনও শেষ নেই। এমনই সময় ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। জাহাজের অদূরেই ভেসে উঠল এক বিশালাকায় মাছ। মাছটির মাথার উপর থেকে ফোয়ারার মতো জল বেরচ্ছে। চারদিকে তখন চিল চিৎকার। এ ওকে ডেকে দেখাচ্ছে। দেখ দেখ সামনে কী! কিছুটা সময় ভেসেই সেই বিশাল মাছ ডুবে গেল সাগরের অতলে। উপস্থিত সকলেই তখন বাকরুদ্ধ। যেন নিজের চোখকেই কেউ বিশ্বাস করতে পারছে না। আর সত্যিই তো তাই, এই বিরল দৃশ্য দর্শন করার সৌভাগ্য ক’জনেরই বা হয়। কারণ যাত্রীদের সামনে যে প্রাণীটি ছিল তার আকার, আয়তন পৃথিবীর যে কোনও প্রাণীর তুলনায় বেশি। নাম তার নীল তিমি।
তবে বন্ধুরা একবার ভেবে দেখ তো, এমনই একটা জাহাজে তোমরা থাকলে কেমন শিহরণ জাগত!
সাগরের নীল জলে সাঁতরে চলা এই বিশালাকার জীবকে নিয়ে সকলের মনেই কৌতূহল রয়েছে। পৃথিবীর তাবড় জীববিজ্ঞানীরা নীল তিমির জীবনের নানা পর্যায়ের বিশ্লেষণে লেগে রয়েছেন। এখানে বন্ধুরা প্রথমেই বলে রেখে, নীল তিমিকে যতই মাছ বলা হোক না কেন বা এই প্রাণীকে দেখতে যতই মাছের মতো মনে হোক না কেন, এরা কিন্তু মাছ নয়। নীল তিমি আসলে স্তন্যপায়ী প্রাণী!
জলের উপরেই শ্বাস
Explanation: