Math, asked by emranhossen18307, 5 months ago

সর্বসমতা বলতে কি বুঝায়?​

Answers

Answered by samastuti
3

Answer:

দুই বা তার অধিক বস্তুসমূহের আকার,আকৃতি,উচ্চতা,দৈর্ঘ্য,প্রস্থ সবকিছু সমান হলে তাদেরকে একে অপরের সর্বসম বলে। পৃথিবীর বেশিরভাগ বস্তকে যদি একদম মাঝ বরাবর ভাগ করা যায় তাহলে দেখা যায় খন্ড দুইটি পরস্পর সর্বসম হয়।সর্বসমতা অনেকটা যমজ ভাইয়ের মত।।দেখতে হুবুহু একই রকম। যে বহুভুজদ্বয়ের (ত্রিভুজ, চতুর্ভুজ  পঞ্চভুজ বা আরো বড় হতে পারে) প্রত্যেকটি অনুরুপ বাহু ও অনুরূপ কোণের মান সমান হলে তাকে সর্বসম বলে।সর্বসমতা পরিমাপ করা যেতে পারে দুইটি ত্রিভূজের ক্ষেত্রে,মানুষের ক্ষেত্রে এবং বিভিন্ন বস্তুর ক্ষেত্রে।তবে দুইটি বস্তু সর্বসম তখনই হবে যখন একটি বস্তুর প্রতিটি বিন্দু অপরটির সাথে পুরোপুরি মিলে যায়।মানুষের ক্ষেত্রে সর্বসম বলা যেতে পারে একই রকম দেখতে জমজ ভাই অথবা বোনকে।

Please mark me as a BRAINLIEST.

Similar questions