সাধু ভাষা কাকে বলে ?
চলিত ভাষা কাকে বলে?
সাধু ভাষার বৈশিষ্ট্য উল্লেখ করাে।
চলিত ভাষার বৈশিষ্ট্য উল্লেখ করাে।
Answers
Answered by
2
Answer:
mujhe iska javab nahi pata
Answered by
3
Answer:
সাধারণ গদ্য - সাহিত্যে ব্যবহৃত ভাষাকে সাধু ভাষা বলে।
বৈশিষ্ট্যঃ
১। সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্নাঙ্গ রূপ ব্যবহৃত হয়
২। সাধু ভাষায় সর্বনামের পূর্নাঙ্গ রূপ হয়।
৩। সাধু ভাষায় অনূসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়।
মূলত যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনামের সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হ্য, তাকে চলিত ভাষা বলে।
বৈশিষ্ট্যঃ
১। চলিত ভাষায় ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
২। চলিত ভাষায় সর্বনামের সংক্ষিপ্ত রূপ হয়।
৩। চলিত ভাষায় অনূসর্গের সংক্ষিপ্ত ব্যবহৃত হয়।
Explanation:
mark me as brilliant list
Similar questions