উপনদী ও শাখানদী মধে পাথকো
Answers
Answered by
0
Answer:
1)যদি দুটি নদী মিশে গিয়ে একটি নদীতে মিলিত হয় তাহলে প্রথমোক্ত দুটি নদীকে উপনদী বলা হয় ৷ যদি একটি নদী দুটি শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয় তাহলে শেষোক্ত দুটি নদীকে প্রথম নদীর শাখা নদী বলা হয় ৷ যেমন সিন্ধু নদীর কয়েকটি উপনদী হল রামগঙ্গা, গোমতী , ঘর্ঘরা ৷ আর শাখা নদীর উদাহরন হল ডামিয়েত্তা ও রোসেত্তা হল নীলনদের দুটি শাখা নদী ৷
2)উপনদী- ছোট ছোট নদী যখন একটি বড় নদীতে পতিত হয়, তখন সেই ছোট ছোট নদীগুলোই বড় নদীটির উপনদী। যেমন, করতোয়া ও আত্রাই যমুনায় মিশেছে।
শাখানদী- কিছু জলধারার উৎপত্তি যখন কোনো নদী থেকে হয়। যেমন, পশুর নদের উৎপত্তি স্থল পদ্মা।
Similar questions