History, asked by sanjitmahata78965, 2 months ago

বোস সংখ্যায়ন কী? বোস সংখ্যায়ন কী? ​

Answers

Answered by SaurabhJacob
1

সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইনের সঙ্গে মিলিতভাবে  বোস-আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়।

বোস সংখ্যায়ন :

বোস-আইনস্টাইন পরিসংখ্যান হল এমন একটি সংখ্যায়ন পদ্ধতি যেটির মাধ্যমে কোনো পদার্থের পূর্ণসংখ্যার স্পিনবিশিষ্ট মৌলিক কণাদের বন্টন ব্যাখ্যা করা সম্ভব হয়।

সুতরাং বিশ্বজগতের যে কণাগুলোর ঘূর্ণন পূর্ণসংখ্যা, সত্যেন বসুর নামানুসারে পল ডিরাক সেগুলো নামকরণ করেন বোসন কণা।

  • বিজ্ঞানের জগতে বোস-আইনস্টাইন পরিসংখ্যান এবং হিগস বোসন বা ঈশ্বর কণা বহুল আলোচিত বিষয় হয়ে দারিয়েছে|
  • বোসন নামটা এসেছে বাঙালি বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সত্যেন বোসের নাম থেকে। যদিও হিগস বোসন আবিষ্কারের সঙ্গে সত্যেন বোসের কোনো যোগাযোগ  নেই।
  • সত্যেন বসুর গবেষণার প্রধান ক্ষেত্র ছিল তাত্ত্বিক পদার্থবিজ্ঞান। তবে তার একটি গবেষণা থেকেই জন্ম হয় বোস-আইনস্টাইন পরিসংখ্যানের। সেই সূত্র ধরেই আইনস্টাইন বোস-আইনস্টাইন কন্ডেনসেট নামের পদার্থের এক বিশেষ অবস্থার আশংকা করেন আইনস্টাইন।

#SPJ1

Similar questions