Science, asked by dilshudilshad4274, 1 year ago

বায়ুর গতিবেগ মাপার একক কি

Answers

Answered by Anonymous
10
ভূমিকম্প নির্ণয় করার যন্ত্র - সিসমোগ্রাফ; ভূসিকম্পের তীব্রতা পরিমাপক মাপার যন্ত্র- রিক্টার স্কেল; উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্র -ওডোমিটার দিক নির্ণয়ন যন্ত্র- কম্পাস; উচ্চতা পরিমাপক যন্ত্র- অলটিমিটার; সমুদ্রের গভীরতা নির্ণয়াক যন্ত্র- ফ্যাদোমিটার; বায়ুর চাপ নির্ণয়ক যন্ত্র- ব্যারোমিটার; গ্যাসের 

Answered by Anonymous
19

বায়ু হলো যে কোন অঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য ভৌগলিক উপাদান। পৃথিবীতে যে কোনো রকমের প্রাণ ধারণের জন্য বায়ু হলো অত্যন্ত আবশ্যক উপাদান।

বায়ুর গতিবেগ এবং তার গতিবেগ এর মাত্রা নির্ণয় বিভিন্ন ভৌগোলিক কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

সাধারণত বায়ুর গতিবেগ মাপা হয় নট (knot) নামক একক দিয়ে।

1 নট = ১.৮২৫ কিলোমিটার প্রতি ঘন্টা।

সাধারণত অ্যানিমোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। এই পরিমাপ বিভিন্ন অঞ্চলের ভৌগলিক অবস্থান এবং আবহাওয়া সংক্রান্ত কাজকর্মে অত্যন্ত প্রয়োজনীয়।

Similar questions