Science, asked by jaleswarbarman748, 2 days ago

বিপ্লব বলতে কী বোঝায়।​

Answers

Answered by Anonymous
9

Answer:

___________________________

বিপ্লব ক অন্যান্য বস্তুর কেন্দ্রের চারপাশে একটি বস্তুর মুহূর্ত , একটি বলপূর্বক সরকার কর্তৃক উৎখাত জনগণের দ্বারা

____________________________

Answered by Anonymous
4

Answer:

কোনোকিছুর প্রতিবাদে কোন কর্মসূচি গ্রহন করলে তাকে বলব আন্দোলন ৷ এটা ধারাবাহিক কর্মসূচীও হতে পারে ৷

কোনো ব্যক্তি , প্রতিষ্ঠান, সরকার এর উচ্ছেদের জন্য যে কর্মসূচী নেওয়া হয় তাকে বলে বিদ্রোহ ৷

আর বিপ্লব হল একটা গুনগত পরিবর্তন যার ফলে আগের অবস্থা আমূল পরিবর্তিত হয়ে যায় ৷

বিপ্লব ও বিদ্রোহ আপাতদৃৃৃৃৃষ্টিতে একমনে হলেও দুটো আলাদা ৷

যেমন কোন একনায়কের বিরুদ্ধে কিছু বা অনেক সেনা বিদ্রোহ করে ক্ষমতা দখল করে আবার একনায়কতন্ত্র বজায় রাখল ৷ এতে কিন্তু রাষ্ট্রব্যবস্থার একনায়কতন্ত্রী ব্যবস্থার কোনো পরিবর্তন হলনা ৷ শুধু ক্ষমতার হস্তান্তর হল ৷

আবার ভিয়েতনামে বিপ্লবের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে স্বাধীন ভিয়েতনামের প্রতিষ্ঠা হল ৷ অর্থাৎ বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন হল ৷p

Similar questions