রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে। বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুলের মাঠে একটি দামী মোবালফোন পেল। তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। তারা সিদ্ধান্ত নেয় যে, ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দেবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে, সেই ধাপসমূহ বর্ণনা কর।
Answers
Answered by
2
মোবাইল ফোনটি প্রকৃত মালিককে ফেরত দেবার বিশেষ কয়েকটি উপায়:
প্রথম :
- স্কুল চলাকালীন স্কুলের মাঠে পাওয়া ফোনটি স্কুলেরই কোনো ছাত্র বা ছাত্রীর বা শিক্ষকের হওয়ার সম্ভাবনা অনেক বেশী। তাই কোনরূপ দ্বিতীয় চিন্তা না করে ফোনটি প্রধান শিক্ষকের কাছে ঘটনার বর্ণনা দিয়ে জমা রাখা উচিত। যাতে করে কেউ খোঁজ করলে ফোনটির সঠিক বর্ণনা দিয়ে বা উপযুক্ত প্রমাণের সাথে তা ফেরত পেতে পারে।
দ্বিতীয় :
- স্কুলের নোটিস বোর্ডে "হারিয়ে যাওয়া মোবাইল ফোন" এমন বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। এতে করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যোগাযোগ করে যথাযথ প্রমাণ দিয়ে ফোনটি নিতে পারে।
তৃতীয় :
- স্কুলের কারো যদি ফোনটি না হয়, তখন ফোনটিকে নিকটের থানায় জমা দেওয়া যেতে পারে। এতে করে পুলিশ নিজ দায়িত্বে ফোনটিকে তার আসল মালিকের কাছে পৌঁছে দিতে পারবে।
চতুর্থ :
- সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে "হারিয়ে যাওয়া ফোন" নামাঙ্কে একটি বিজ্ঞপ্তি বা স্ট্যাটাস আপডেট দেওয়া যেতে পারে।
Similar questions