সূচিছিদ্র ক্যামেরা আলোর কোন ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে
Answers
Answered by
0
Answer:
আলো সরলরৈখিক ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে
Answered by
0
সূচিছিদ্র ক্যামেরা আলোর আলোর সরলরৈখিক ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে |
কোনও সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি সবসময় সরলরেখাতে চলে। একে বলা হয় আলোর সরলরৈখিক গতি।
আলোকরশ্মির অভিমুখের সামনে কোনও অস্বচ্ছ বস্তুকে রাখলে আলোর পথ বাধাপ্রাপ্ত হয়। ওই বস্তুর পিছনের দেওয়ালে বা পর্দায় বস্তুটির ছায়া পরতে দেখা যায়। নিম্নের এই পরীক্ষার সাহায্যে প্রমান করা যায় যে, আলো একই সরলরেখায় চলে।
কার্ডবোর্ড এবং মোমবাতির পরীক্ষা:
- সমতল পৃষ্ঠযুক্ত এবং উচ্চতা বিশিষ্ট তিনটি একই মাপের কার্ডবোর্ডকে স্ট্যান্ডের সাহায্যে একটি টেবিলের উপর ভালো ভাবে বসানো হল।
- কার্ডবোর্ডগুলওর মাঝখানে একই উচ্চতায় একটি করে ফুটো করা আছে।
- এখন কার্ডবোর্ডের তিনটি ফুটোকে এমনভাবে রাখা হয় যাতে তারা সম সরলরেখায় চলে।
- এবার একটি শিখাযুক্ত মোমবাতিকে কার্ডবোর্ডগুলোর দিকে এমনভাবে রাখা হল, যাতে কার্ডবোর্ডের ছিদ্র তিনটি মোমবাতির শিখার সঙ্গে একই সরলরেখায় থাকে।
- এইবার যদি কার্ডবোর্ড তিনটির ফুটো বরাবর তাকালে আলোর শিখাটি দেখা যাবে। কিন্তু অন্য দিক থেকে তা স্পষ্ট নয়। এর থেকে বোঝা যায় আলো একই সরলেখায় চলে।
#SPJ1
Similar questions