লবণযুক্ত শিলাস্তরের নদী যে ধরনের ক্ষয় করে তাকে কি বলে
Answers
Answered by
0
The answer is Solution decay
Answered by
0
লবণযুক্ত শিলাস্তরের উপর নদী যে ধরনের ক্ষয় করে তাকে দ্রবণ ক্ষয় বলা হয়।
- নদী প্রবাহিত হওয়ার সাথে ভূমিস্তরের বিভিন্ন শিলার ক্ষয় করতে থাকে।
- নদীর এই ক্ষয়কাজ বিভিন্ন ভাগে বিভক্ত, যেমন - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় এবং দ্রবণ ক্ষয়।
- এর মধ্যে লবণযুক্ত শিলাস্তরের ক্ষয়কার্যের জন্য নদী প্রবাহ প্রধানত দ্রবণ ক্ষয় পদ্ধতির আশ্রয় নিয়ে থাকে।
- এই দ্রবণ ক্ষয় পদ্ধতিতে নদীর জলে দ্রবীভূত আম্লিক পদার্থ শিলাস্তরের লবণজাতীয় রাসায়নিক পদার্থের বিভাজন ঘটিয়ে ক্ষয়কার্য সম্পন্ন করে।
Similar questions