Geography, asked by maitridutta671, 2 months ago

টেরারোসা কোন অঞচলে দেখা যায়?​

Answers

Answered by baidyashowhadrika
1

Answer:

∆∆ মূলত কাস্ট অঞ্চলে টেরারোসা দেখতে পাওয়া যায়।।

∆∆ প্রধানত কার্বন-ডাই-অক্সাইড মিশ্রিত ভৌমজলের দ্রবন কার্যের ফলে চুনাপাথর দ্রবীভূত হয়ে ভূগর্ভে প্রবেশ করলে অদ্রাব্য সূক্ষ্ম লৌহ যৌগ ভূপৃষ্ঠ পড়ে থেকে বায়ুমণ্ডলে অক্সিজেনের প্রভাবে কালক্রমে লাল রঙের টেরারোসায় পরিণত হয়। উদাহরণ-আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ও পেনসিলভেনিয়ার এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে টেরারোসা দেখা যায়।

∆∆ টেরা-রোসা [Terra-Rossa] হল ইতালীয় ভাষার শব্দ। এ শব্দটির ‘টেরা’ মানে হল ‘লাল’ এবং ‘রোসা’ মানে ‘মাটি’। অর্থাৎ চুনাপাথর অঞ্চলের লৌহমিশ্রিত লাল বর্ণের এক প্রকারের কাদা মাটিকে বলা হয় টেরা-রোসা। সাধারণত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এ ধরনের মাটি বেশি দেখা যায়। এ মাটি সৃষ্টির মূল কারণ হল- স্বল্প থেকে মধ্যম ঢালবিশিষ্ট চুনাপাথর অঞ্চলে কার্বনিক এসিডযুক্ত জল দ্রবণের মাধ্যমে ভূপৃষ্ঠে আবরণ সৃষ্টি করে। যার বর্ণ হয় লাল এবং আবরণ হয় আম্লিক কাদাবিশিষ্ট। ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে এ ধরনের ভূ-ভাগ দেখতে ল্যাটারাইট মাটির মত হয়। টেরা-রোসার স্তর কয়েক মিটার থেকে কয়েক শত মিটার পর্যন্ত পুরু হয়ে থাকে।

Similar questions