Political Science, asked by mismisu79, 3 months ago

আইন অমান্য আন্দোলন এর কারণ কি ছিল​

Answers

Answered by baidyashowhadrika
0

১) ১৯২৯ খ্রিস্টাব্দের বিশ্বব্যাপী মন্দা কৃষকদের জীবন বিপর্যস্ত করে দিয়েছিল।

২)বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সার্থকতা কৃষকদের মনে আশার সঞ্চার করেছিল।

৩) এই সময় ব্রিটিশ সরকার আর্থিক সংকটের মুখোমুখি হয়ে বিভিন্ন জায়গায় করের হার বৃদ্ধি করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

৪)১৯৩০ খ্রিস্টাব্দে গান্ধীজীর আইন অমান্য আন্দোলনের সূত্রপাত করলে কৃষকরা উৎসাহিত হয়ে উঠেছিল।

৫)এই সময় শুধু কংগ্রেস নয় কমিউনিস্ট এবং কংগ্রেস সমাজতন্ত্রী দল কৃষক আন্দোলনকে জোরদার করে তুলেছিল।

Similar questions