Geography, asked by soumitrahaldar137, 5 months ago

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি স্বল্প জনবসতিযুক্ত কেন?​

Answers

Answered by salonigoud91
0

Answer:

১৯ জুলাই মেঘালয় থেকে বাংলাদেশে ফিরতে ডাউকি স্থলবন্দরে কথা হয় দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার সঙ্গে। তাঁকে জিজ্ঞেস করি, এই বন্দর দিয়ে প্রতিদিন কত মানুষ আসা-যাওয়া করে? তিনি সাগ্রহে নিবন্ধন বইটি দেখিয়ে বললেন, প্রতিদিন কয়েক শ মানুষ আসা–যাওয়া করে। আমার ধারণা ছিল, শুধু বাংলাদেশ থেকেই মানুষ ওপারে যায়। কিন্তু ওই কর্মকর্তা ভুল ভাঙিয়ে দিয়ে বললেন, দুই তরফেই যাতায়াত বেড়েছে। ওই দিনই একদল ভারতীয় ছাত্রছাত্রী বাংলাদেশে এসেছেন, যাঁরা এখানকার বিভিন্ন মেডিকেল কলেজে পড়েন। বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী শিলংয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তবে শিক্ষার্থী বিনিময়ের এই প্রবণতা উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে তেমন দেখা যায় না। আমরা ভারতের পশ্চিম অংশ থেকে শিক্ষার্থী টানতে না পারলেও উত্তর-পূর্বাঞ্চল থেকে পারব। একই কথা প্রযোজ্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। আমরা যদি অভয় পরিবেশ তৈরি করতে পারি তাহলে পর্যটকমন্ত্রী রাশেদ খান মেননের ভাষায় ‘শিক্ষা ও স্বাস্থ্যসেবা পর্যটনেও’ বাংলাদেশ সফল হবে। কেননা, ত্রিপুরা বা মেঘালয়ের শিক্ষার্থী বা স্বাস্থ্যসেবা প্রার্থীদের জন্য বাংলাদেশে আসা যত সহজ, আসাম বা ভারতের অন্য অংশে যাওয়া ততই কঠিন।

Explanation:

please mark as brainliest

Similar questions