ডাকাতের মা গল্পে সৌখির চরিত্র বিশ্লষণ কর?
Answers
সতীনাথ ভাদুড়ীর ‘ডাকাতের মা’ ছােটোগল্পের ডাকাত সর্দার সৌখীর যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে, সেগুলি হল-
আত্মমর্যাদাবােধ: অত্যন্ত আত্মমর্যাদাসম্পন্ন ডাকাত ছিল সৌখী। তাই জেলে থাকার সময় কখনও সে ছিচকে চোরদের সঙ্গে পারতপক্ষে কথা বলেনি, ডাকাত বা যাবজ্জীবন কারাদণ্ডের আসামীরাই তার মতে তার সমকক্ষ ছিল।
মেজাজি: সৌখী অত্যন্ত মেজাজি পুরুষ ছিল বলেই টোকার শব্দে তার মার ঘুম ঠিক সময়মতাে না ভাঙার জন্য মাকে বেদম প্রহার করে সে। সৌখীর মা তাই বলেছে, 'বাপের বেটা, তাই মেজাজ অমন কড়া।'
সাবধানী: ঝুঁকিপূর্ণ পেশায় নিয়ােজিত থাকার জন্য অত্যন্ত সাবধানে থাকতে হত সৌখীকে। দরজা খােলার আগেও মাকে বলেছিল দশ বার নিঃশ্বাস ফেলার সময় পর্যন্ত অপেক্ষা করার। এ ছাড়া, দলের লােকদের বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা পাওয়ার জন্য সে বারবার তার সংকেত পালটে দিত।
ধূর্ত এবং কুশলী: বাস্তববুদ্ধির অধিকারী ছিল বলেই সৌখী জমাদারকে ঘুষ দিয়ে নিজের জেল-জীবনের মেয়াদ কমিয়ে আনতে সক্ষম হয়েছিল।
মাতৃভক্তি: একবার মাকে বেদম প্রহার করে ফেললেও সৌখীর মধ্যে যথেষ্ট পরিমাণেই মাতৃভক্তি ছিল। জেল থেকে বাড়ি ফিরে এসে রাতে যখন সে মার গায়ে পুরােনাে ছেঁড়া কম্বল দেখে, তখন জোর করেই তার গায়ের নতুন কম্বলটা মাকে দিয়ে দেয়।
অর্থাৎ সব দিক বিচার করে বলা যায় যে, ডাকাত সর্দার সৌখী ছিল দোষে-গুণে মেশানাে এক রক্তমাংসের মানুষ।
Answer:
the full answer
Explanation:
ray and Martin answer book
class xi
Page 83