প্রশ্ন ১৩০) ‘আমাদের পথ নেই কোনাে'- ‘পথ’ বলতে কবি কী
বুঝিয়েছেন? কবির এমন আশঙ্কার কারণ ব্যাখ্যা করাে।
Answers
কবি শঙ্খ ঘোষের লেখা 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে স্পষ্টতই জীবনপথের কথা বলা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে হিংসা-অশান্তি থেকে উত্তরণের পথ অর্থাৎ সাধারণ মানুষের সুস্থভাবে বাঁচার উপায় অবলুপ্ত।
'পথ' বলতে এখানে উপায় বা অবলম্বনকে বোঝানো হয়েছে। কবি শঙ্খ ঘোষ তাঁর কবিতায় পৃথিবী জুড়ে ক্ষমতার দম্ভ, যুদ্ধ-হানাহানি, রক্তপাত থেকে মুক্তির পথ না থাকার কথা বলেছেন এবং এর সঙ্গে হিংসা-অশান্তি-অস্থিরতা থেকে পরিত্রাণের উপায় না থাকার কথাও বলেছেন। কারণ কবির মনে হয় যে সাধারণ মানুষদের ক্ষমতা সীমিত, তারা অসহায়-নিরুপায়। সাম্রাজ্যবাদের আগ্রাসনে, সর্বহারা মানুষ মৃত্যুর কিনারে দাঁড়িয়ে আছে। তাই কবির এমন আশঙ্কা হয়েছে যে সাধারণ মানুষদের সুস্থিরভাবে বাঁচার পথ নেই। সেইজন্য কবি এই পথহীন অবস্থায় সাধারণ মানুষদের কর্তব্য হিসেবে তাদেরকে হাতে হাত রেখে আরও সংঘবদ্ধ হয়ে থাকার কথাও বলেছেন। কবির মতে এককভাবে মানুষ দুর্বল, কিন্তু সংঘবদ্ধ হয়ে থাকলে বিরাট শক্তি উৎপন্ন হবে।।
Answer:
PLEASE SEE THE ATTACHMENT