Biology, asked by DarsanGhosh, 2 months ago

নিউরোহিউমার ও নিউরোহরমোন পার্থক্য​

Answers

Answered by Anonymous
1

Answer:

ট্রপিক চলন ট্যাকটিক চলন এর মধ্যে পার্থক্য নিয়ে আজকের এই পাঠে আমরা আলোচনা করব।

ট্রপিক চলন ও ট্যাকটিক চলন এর পার্থক্য জানার আগে আমরা জেনে নেব ট্রপিক চলন কাকে বলে এবং ট্যাকটিক চলন কাকে বলে।

ট্রপিক চলন ও ট্যাকটিক চলন এর পার্থক্য

◾ ট্রপিক চলন কাকে বলে ?

উত্তর: বহিঃস্থ উদ্দীপকের উৎস এর প্রভাবে যখন উদ্ভিদ এক স্থানে আবদ্ধ থেকেই অঙ্গের সঞ্চালন ঘটায় তখন তাকে ট্রপিক চলন বলে। যেমন: আলোর প্রভাবে উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায়।

◾ট্যাকটিক চলন কাকে বলে ?

উত্তর: বাইরের উদ্দীপকের উৎস ও গতিপথ উভয়ের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের কিংবা দেহের অংশের স্থান পরিবর্তন কে ট্যাকটিক চলন বলে। যেমন ক্ল্যামাইডোমোনাস ভলভক্স ইত্যাদি এককোষী উদ্ভিদের আলোর দিকে গমন হলো ট্যাকটিক চলন।

ট্রপিক চলন ও ট্যাকটিক চলন এর পার্থক্য

ট্রপিক চলন ট্যাকটিক চলন

1. ট্রপিক চলন হল বক্র চলন ।এতে স্থান পরিবর্তন হয় না। 1. ট্যাকটিক চলন হলো সামগ্রিক চলন। এতে স্থান পরিবর্তন ঘটে।

2. ট্রপিক চলনের উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে। 2. ট্যাকটিক চলন এর উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে না। এটি অস্থায়ী চলন।

3. বাহ্যিক উদ্দীপকের গতিপথ বা উৎস দ্বারা নিয়ন্ত্রিত হয়। 3. বাহ্যিক উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয়ের দ্বারা প্রভাবিত হয়।

4. উদাহরণ: সূর্যের আলোর দিকে গাছের বেঁকে যাওয়া হল ফটোট্রপিক চলন। 4. উদাহরণ: ক্ল্যামাইডোমোনাস এর আলোর দিকে চলন হলো ফটো ট্যাকটিক চলন।

5. এই চলন এর উপরে উদ্ভিদ হরমোনের প্রভাব রয়েছে। বিশেষ করে ফটোট্রপিক চলন এর উপর অক্সিন হরমোনের প্রভাব রয়েছে। 5. এই চলন উদ্ভিদ হরমোন দ্বারা প্রভাবিত নয়।

Tags:

BIOLOGYClass 10Class 10 LSc

You may like these posts

C4 উদ্ভিদ কাকে বলে ও উদাহরণ । C4 চক্র ও C3 চক্রের পার্থক্য । হ্যাচ ও স্ল্যাক চক্র কাকে বলে । C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণ ক্ষমতা C3 উদ্ভিদের অপেক্ষা বেশি

C4 উদ্ভিদ কাকে বলে ও উদাহরণ । C4 চক্র ও C3 চক্রের পার্থক্য । হ্যাচ ও স্ল্যাক চক্র কাকে বলে । C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণ ক্ষমতা C3 উদ্ভিদের অপেক্ষা বেশি

November 03, 2020

What is red drop and Emerson effect । লোহিত চ্যুতি বা রেড ড্রপ কাকে বলে । এমারসন প্রভাব কি

What is red drop and Emerson effect । লোহিত চ্যুতি বা রেড ড্রপ কাকে বলে । এমারসন প্রভাব কি

November 02, 2020

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরিবেশ ও তার সম্পদ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। পর্ব -১ । একক জীব স্তর। পপুলেশন স্তর। কমিউনিটি স্তর

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরিবেশ ও তার সম্পদ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। পর্ব -১ । একক জীব স্তর। পপুলেশন স্তর। কমিউনিটি স্তর

October 25, 2020

Similar questions