কুসুম সে দেয় অকাতরে সবে আপনার সৌরভ কটার বেদনা বহে সে নীরবে এই তার গৌবব
ভাব সম্প্রসারণ
Answers
Answer:
Which language is this?
Answer:
আদিম নেকড়ে অধুনায় ঘেউ ঘেউ
কখনো হয়তো বড়লোক পুষে ফেলে
নাম জুটে যায় জিমি, টমি, টাইগার
প্রভূ চুমু খান ধোপ দুরস্ত গালে
সকলেরই বাপু ভালবাসা দরকার ;
কখনো মাঝারি সংসার এ জোটে ঠাঁই
ছোট্ট বাসায় বিচ্ছু দামাল ছানা
সব্বার আদরে, সব্বার তাকে চাই
আদিম নেকড়ে অধুনায় পোষ মানা ;
কখনো পাড়ার এটো কাটা খাওয়া নেড়ি
উচ্ছিষ্টের দারুণ সমঝদার
বেপাড়ার কেউ ঢুকলেই তেড়িমেড়ি
আদিম নেকড়ে অধুনায় পাহারাদার;
কখনো একটা ভাঙ্গা বিস্কুট জোটে
কখনো জোটে অকারণে এক লাথি
আদর টাদর কিছুই পায় না মোটে
তবুও নেড়িটা প্রসবিণী রাতারাতি;
কখনো চারটে, কখনো পাঁচটা ছানা
গাড়ির চাকায় থেঁতো হয়ে যায় কেউ
একটা আবার জন্ম থেকেই কানা
একটা চেঁচায় বেপরোয়া ঘেউ ঘেউ ;
বেপরোয়া কিছু কুকুরই না হয় হোক
পরোয়া করতে করতে মানুষ মোলো
শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট লোক
মুখ বুযে থেকেই প্রভূদের প্রিয় হলো।
Explanation:
ALL THE BEST
MARK ME BRAIN LIST