Hindi, asked by aditidhalla, 3 months ago

কপিলার স্বামীর নাম কি ?

Answers

Answered by payalchatterje
0

Answer:

কপিলার স্বামীর নাম শ্যামাদাস।

কপিলার সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য:

কপিলা প্রখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মা নদীর মাঝি উপন্যাসের নায়িকা কপিলা। ব্যক্তিগত পরিচয়ে সে মালার বোন, সাংসারিক পরিচয়ে সে এক জনের স্ত্রী। মালার মত সে পঙ্গু নয়। পুরুষের হৃদয়ে আদিম আবেদন সৃষ্টিকারী কপিলা কুবেরের সাথে যেন উদাসীনভাবে প্রেমের অভিনয় করে যায়। তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় সে বাপের বাড়িতে চলে আসে। বন্যার সময় সে কিছুদিন থাকে কেতুপুরে কুবেরে বাড়িতে।কপিলা চতুর, চপল ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন এক যুবতী। তার আচরণের মধ্যে কিছুটা আদিম ও অসংস্কৃত মনেরও পরিচয় লক্ষণীয়। যা সমাজের চোখে অনেকটাই নিন্দনীয়। কপিলার সতীন মারা গেলে তার স্বামী তাকে আবার নিতে এলে কপিলা অনুগত স্ত্রীর মতো তার সাথে আবার আকুর-টাকুর চলে যায়। এতে তার সংসার ও বিষয়বুদ্ধির পরিচয় পাওয়া যায়। কিন্তু কুবের যখন চুরির দায় এড়াতে হোসেন মিয়ার ময়নাদ্বীপে যেতে মনস্ত করে, তখন কপিলা তার অতীত জীবনের সবকিছু ফেলে সেই যাত্রায় কুবেরে চিরসাথী হয়।

এটি একটি বাংলা প্রশ্ন l

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Answered by barkinkar
0

কপিলার স্বামীর নাম কি ?

কপিলার স্বামীর নাম হলো শ্যামাদাস

আরও তথ্য :

  • কপিলা উপন্যাসের নায়িকা কপিলা। ব্যক্তিগত পরিচয়ে সে মালার বোন, সাংসারিক পরিচয়ে সে এক জনের স্ত্রী।

  • উপরোক্ত কপিলা চরিত্রটি বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক তথা ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে নেওয়া হয়েছে।

  • সাংসারিক সে একজনের স্ত্রী এবং ব্যক্তিগত পরিচয়ে সে মালা নামে এক মহিলার বোন। মালার মত সে পঙ্গু নয়।

  • কপিলা চতুর, চপল ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন এক যুবতী।

  • মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মানদীর মাঝি উপন্যাসটি তাঁর অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে সর্বাধিক আলোচিত সর্বাধিক পঠিত, ও একাধিক বিদেশী ভাষায় অনূদিত একটি অত্যাধিক জনপ্রিয় উপন্যাস।

  • এই উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা চতুর্থ উপন্যাস।

  • উপন্যাসটির প্রথম অনুবাদটি হয় ইংরেজি ভাষায় 'বোটম্যান অব দ্য পদ্মা' (Boatman of the Padma) নামে।

  • উপন্যাসটি ১৯৩৬ সালে গ্রন্থ আকারে প্রকাশিত হওয়ার আগে ১৯৩৪ সাল থেকে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হত।

  • পদ্মা নদীর মাঝি উপন্যাসটি ভারতীয় যতগুলি উপন্যাস প্রকাশিত হয়েছিল তার মধ্যে সবথেকে বেশি অন্য ভাষার অনূদিত হওয়ার গৌরব লাভ করে।

  • ভারতের একাধিক আঞ্চলিক ভাষায় প্রকাশিত হওয়া ছাড়াও রুশ, লিথুয়ানিয়ান, চেক,ইংরেজি নরওয়েজিয়ান, ও সুইডিশ ভাষায় উপন্যাস অনুবাদ হয়ে প্রকাশিত হয়েছিল।

আরও দেখুন :

. " পদ্মা নদীর মাঝি " উপন্যাসে হোসেন মিয়া চরিত্রটি আলোচনা কর । 10 mark Question

https://brainly.in/question/52964060

মানিক বন্দ্যোপাধ্যায় এর অসহযোগী গল্পের মুলগ্রন্থ এর নাম

https://brainly.in/question/21978850

#SPJ3

Similar questions