হলায়ুধ কে ছিলেন?তাঁর লেখা গ্রন্থের নাম কী?
Answers
Answered by
2
হলায়ুধ ছিলেন একজন সংস্কৃত ভাষায় গদ্য ও পদ্য রচয়িতা । তার লেখা গ্রন্থের নাম হলো "সেখশুভোদয়া" |
- সেন বংশের তৃতীয় শাসক ছিলেন গৌড়াধিপতি লক্ষ্মণসেন | গৌড়াধিপতি লক্ষ্মণসেনএর সভাকবি ছিলেন হলায়ুধ মিশ্র |
- বারো শতকের শেষ বা তেরো শতকের গোড়ার দিকে হলায়ুধ মিশ্র "সেখশুভোদয়া" গ্রন্থটির রচনা করেছিলেন বলে অনেকে মনে করেন।।
- আবার অনেক পন্ডিতগণ লেখার বিষয়, কাল, চরিত্র, সামাজিক ব্যবস্থা ইত্যাদি বিবেচনা করে মনে করেন যে এই গ্রন্থের রচনাকাল ষোলো শতকের আগে নয়।
- এই গ্রন্থটিতে পীরের গুণমুগ্ধ এর প্রকাশের মাধ্যমে ইসলাম ধর্মের জয়গান ঘোষণা করা হয়েছে । তাই হলায়ুধ একজন মুসলমান, এরকম ধারণাও প্রচলিত আছে।
#SPJ2
Similar questions