Math, asked by pabanmahatoarsha, 3 months ago

(গ) দেবু, বিশু এবং বুবুর বয়স একত্রে ৮১ বছর। বিশু দেবুর থেকে ৭ বছরের ছােট কিন্তু বুব-
৭ বছরের বড়াে, ওদের প্রত্যেকের বয়স কত?​

Answers

Answered by dipgore2009
2

Answer:

કેમ છો

Step-by-step explanation:

કેમ છોxfgcjruyyty

Answered by Anonymous
9

ঠিক প্রশ্ন:-

দেবু, বিশু এবং বুবুর বয়স একত্রে ৮১ বছর। বিশু দেবুর থেকে ৭ বছরের ছোট কিন্তু বুবু দেবুর থেকে ৭ বছরের বড়ো। ওদের প্রত্যেকের বয়স কত?

দেওয়া হলো:-

  • দেবু, বিশু এবং বুবুর বয়স একত্রে ৮১ বছর।
  • বিশু দেবুর থেকে ৭ বছরের ছোট।
  • বুবু দেবুর থেকে ৭ বছরের বড়ো।

বের করতে হবে:-

  • প্রত্যেকের বর্তমান বয়স।

হল:-

আমরা দেবুর বয়স কে x ধরবো।

  • তালে বিশুর বয়স হলো (x - ৭) বছর।
  • আর বুবুর বয়স হলো (x + ৭) বছর।

এবার, আমাদেরকে প্রশ্নে দেওয়া হয়েছে যে তিন জনের বয়স একত্রে ৮১ বছর। মানে তিন জনের বয়স কে যোগ করলে ৮১ বছর হবে।

তো:-

x + (x - ৭) + (x + ৭) = ৮১

= x + x - ৭ + x + ৭ = ৮১

= x + x + x - ৭ + ৭ = ৮১

= ৩x = ৮১

= x = ৮১/৩

=> x = ২৭

অতঃ x এর মান হলো ২৭।

এবার x এর মান সবার বয়সে ডালবো।

  • দেবুর বয়স = x = ২৭ বছর
  • বিশুর বয়স = x - ৭ = ২৭ - ৭ = ২০ বছর
  • বুবুর বয়স = x + ৭ = ২৭ + ৭ = ৩৪ বছর।

________________________________

Similar questions