Biology, asked by samantapriyanka025, 1 month ago

বেগ ও ত্বরন কি কখনও বিপরীতমুখী হতে পারে​

Answers

Answered by JitRoy10l11
0

Answer:

বলবিজ্ঞানে ত্বরণ (Acceleration) হলো সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার। এটি একটি ভেক্টর রাশি (মান ও দিক উভয়ই রয়েছে)।[১][২] কোনও বস্তুর ত্বরণের দিক সেই বস্তুর উপর প্রযুক্ত নেট বলের দিকে হয়। নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে,[৩] ত্বরণের মান হলো নিম্নোক্ত দুটি কারণের সম্মিলিত প্রভাব:

বস্তুতে প্রযুক্ত সমস্ত বাহ্যিক নীট বলের ক্ষেত্রে — ত্বরণের মান নীট লব্ধি বলের সরাসরি সমানুপাতিক।

বস্তুটির ভর — ত্বরণের মান বস্তুর ভরের ব্যস্তানুপাতিক।

ত্বরণ

Gravity gravita grave.gif

শূন্যস্থানে (বায়ুর বাধা নেই), পৃথিবী দ্বারা আকৃষ্ট সকল বস্তুর গতি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়।

সাধারণ প্রতীক

a বা g (অভিকর্ষজ ত্বরণ)

এসআই একক

m/s2, m·s−2, m s−2 (মিটার প্রতি বর্গসেকেন্ড)

অন্যান্য রাশি হতে উৎপত্তি

{\displaystyle \mathbf {a} ={\frac {d\mathbf {v} }{dt}}={\frac {d^{2}\mathbf {x} }{dt^{2}}}}{\displaystyle \mathbf {a} ={\frac {d\mathbf {v} }{dt}}={\frac {d^{2}\mathbf {x} }{dt^{2}}}}

মাত্রা

[LT-2]

ত্বরণের এসআই একক হলো মিটার প্রতি বর্গ সেকেন্ড (m⋅s−2, {\displaystyle {\tfrac {\operatorname {m} }{\operatorname {s} ^{2}}}}{\displaystyle {\tfrac {\operatorname {m} }{\operatorname {s} ^{2}}}})।

Answered by dasahona1290
0

Answer:

কারন, বেগ বাড়লেই ত্বরণ বাড়ে আর বেগ কমলে ত্বরণ কমে মানে মন্দন সৃষ্টি হয়। লক্ষ্য করলে দেখা যায়,বেগ যখন বৃদ্ধি পায় তখন ত্বরণ ও বেগ একই দিকে থাকে কিন্তু নিচে যখন বস্তুটির বেগ কমে (বাতাসের বাধার করনে বা ঘর্ষণের কারনে) তখন কিন্তু ত্বরনের দিক বেগের সাথে একই দিকে নেই। আর এই দিক কেই আমরা বুঝি বস্তুর মন্দন হচ্ছে ।

Hope it's helpful..

please mark my answer as a brainliest answer..

Similar questions